ফিরে আসছে Motorola Razr। আগামী মাসে স্মার্টফোন হয়ে ফিরে আসছে গত দশকের অন্যতম জনপ্রিয় ফোন। হালকা পাতলা ফ্লিপ ডিজাইনে এই শতাব্দীর প্রথম দশকে বাজার কাঁপিয়েছিল Motorola Razr। প্রিমিয়াম সেগমেন্টে ফোল্ডেবেল স্মার্টফোন হিসাবে ফিরে আসতে পারে এই ফোন।
আরও পড়ুন: এটাই বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন, দেখুন ভিডিও
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে এক রিপোর্টে Motorola Razr ফোনের কামব্যাকের খবর প্রকাশিত হয়েছে। ফেব্রুয়ারী মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হতে পারে এই ফোন। 1,500 মার্কিন ডলার (প্রায় 1,04,000 টাকা) দামের আশেপাশে এই ফোন বিক্রি হবে।
আরও পড়ুন: খেতে ভালোবাসেন? আপনার জন্য সুখবর নিয়ে এল Paytm
এই খবর প্রকাশিত হওয়ার পরে এখনো কোন মন্তব্য করেনি বর্তমান Motorola কোম্পানির মালিক Lenovo। 2004 সালে Razr V3 লঞ্চের পরে মাত্র চার বছরে 13 কোটি Razr বিক্রি Motorola।
আরও পড়ুন: ফোল্ডেবেল ট্যাবলেট নিয়ে আসছে Xiaomi?
এর আগেও 2011 ও 2012 সালে Razr ফোন ফিরিয়ে এনেছিল Motorola। Droid Razr নামের সেই স্মার্টফোন Android অপারেটিং সিস্টেম চল্লেও গ্রাহকের মনে তেমন দাগ কাটতে পারেনি এই ফোন।
আরও পড়ুন: কেমন হবে Samsung এর প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন?
সম্প্রতি CES 2019 ইভেন্টে বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন দেখা গিয়েছিল। শিঘ্রই ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করবে Samsung। এছাড়াও ফোল্ডেবেল স্মার্টফোন ডিজাইন করছে Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন