ভারতে সস্তা হল Nokia 3.2 আর Nokia 4.2। সম্প্রতি ভারতে এই দুই বাজেট স্মার্টফোন লঞ্চ করেছিল Nokia।
একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে Nokia 4.2
ভারতে সস্তা হল Nokia 3.2 আর Nokia 4.2। সম্প্রতি ভারতে এই দুই বাজেট স্মার্টফোন লঞ্চ করেছিল Nokia। এই দুই ফোনেই Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। সাথে থাকছে আলাদা Google Assistant বাটন।
2GB RAM আর 16GB স্টোরেজে Nokia 3.2 এর দাম 8,490 টাকা। 3GB RAM আর 32GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 10,290 টাকা। কালো ও স্টিল রঙে পাওয়া যাবে Nokia 3.2। Nokia 4.2 কিনতে 10,490 টাকা খরচ হবে।
Nokia 3.2 ফোনে চলবে Android Pie অপারেটিং সিস্টেম। Nokia 3.2 ফোনে থাকবে একটি 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে থাকছে একটি Snapdragon 429 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Nokia 3.2 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য Nokia 3.2 তে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য Nokia 3.2 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM রেডিও, Micro-USB আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।
ডুয়াল সিম Nokia 4.2 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে একটি 5.71 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
Nokia 4.2 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। সেলফি তোলার জন্য Nokia 4.2 তে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য Nokia 4.2 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, NFC, Micro-USB আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 3,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 15 Series 5G Launching Today: Know Price in India, Features, Specifications and More