হংকং এ Nokia 6.1 Plus এর দাম 2,288 হংকং ডলার (প্রায় 20,100 টাকা)। আগামী 24 জুলাই থেকে সেই দেশে এই ফোন বিক্রি শুরু হবে।
অবশেষে Nokia X6 এর গ্লোবাল ভেরিয়েন্ট লঞ্চ করল HMD Global। প্রথমে শোনা গিয়েছিল হিংকং এ এই ফোনের গ্লোবাল ভেরিয়েন্ট লঞ্চ হবে। আর সেই খবর সত্যি হল। হংকং এ Nokia 6.1 Plus নামে কোম্পানির নতুন Android One স্মার্টফোন লঞ্চ করল HMD Global। অর্থাৎ Google সার্টিফায়েড এই ডিভাইসে লেটেস্ট স্টক Android থাকবে। এর সাথেই নতুন Android ভার্সান এলে শিঘ্রই এই ফোনে সেই আপডেট পৌঁছে যাবে। তবে এই ফোনের স্পেসিফিকেশান Nokia X6 এর সাথে হুবহু মিলে যাচ্ছে।
হংকং এ Nokia 6.1 Plus লঞ্চ হয়েছে। হংকং এ Nokia 6.1 Plus এর দাম 2,288 হংকং ডলার (প্রায় 20,100 টাকা)। আগামী 24 জুলাই থেকে সেই দেশে এই ফোন বিক্রি শুরু হবে। তবে অন্য দেশে বিশেষ করে ভাত্রতে এই ফোন কবে লঞ্চ হবে তা জানায়নি HMD Global। তবে শিঘ্রই ভারতে এই ফোন লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।
ডুয়াল সিম Nokia 6.1 Plus এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও নোকিয়ার নতুন এই ফোনে থাকবে 5.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে আছে Snapdragon 636 প্রসেসার সাথে আছে 4/6GB RAM।
Nokia 6.1 Plus এ আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি 16MP আর রয়েছে 5MP সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও Nokia 6.1 Plus এ রয়েছে ফেস আনলক ফিচার।
Nokia 6.1 Plus এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। Quick Charge 3.0 টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন। এছাড়াও Nokia 6.1 Plus এ রয়েছে হেডফোন জ্যাক আর USB Type-C পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Xiaomi 17 Global Variant Listed on Geekbench, Tipped to Launch in India by February 2026
James Gunn's Superman to Release on JioHotstar on December 11: What You Need to Know
The Boys Season 5 OTT Release Date: When and Where to Watch the Final Season Online?
The Strangers Chapter 2 Now Available on Rent on Amazon Prime Video, Apple TV, and More