ভারতে Nokia 6.1 Plus এর দাম 15,999 টাকা
সেপ্টেম্বর মাসের সিকিউরিটি প্যাচ পৌঁছাতে শুরু করল Nokia 6.1 Plus আর Nokia 3 ফোনে। শুরু থেকেই কোম্পানির সব ফোনে জলদি লেটেস্ট সফটওয়্যার আপডেটের জন্য ইতিমধ্যেই সুনাম পেয়েছে HMD Global। তাই Nokia 6.1 Plus আর Nokia 3 ফোনে লেটেস্ট সিকিউরিটি প্যাচ গ্রাহকদের অবাক করেনি। ভারতে Nokia 6.1 Plus এর দাম 15,999 টাকা। বৃহষ্পতিবার ফ্ল্যাশ সেলে কেনা যাবে এই ফোন। অন্যদিকে Nokia 3 এর দাম 8,000 টাকা।
OTA আপডের মাধ্যমে এই দুই ফোনে লেটেস্ট আপডেট পৌঁছেছে। Nokia 6.1 Plus ফোনে নতুন আপডেটের সাইজ 71.8 MB। Nokia 3 ফোনে আপডেটের সাইজ 84.8 MB।
ডুয়াল সিম Nokia 6.1 Plus এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও Nokia-র নতুন এই ফোনে থাকবে 5.8 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে আছে Snapdragon 636 প্রসেসার সাথে আছে 4GB RAM আর 64GB স্টোরেজ।
এই স্মার্টফোনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি 16MP আর রয়েছে 5MP সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও Nokia 6.1 Plus এ রয়েছে ফেস আনলক ফিচার।
Are Nokia 6.1 Plus and Nokia 5.1 Plus the best Android phones from HMD Global? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন