শীঘ্রই লঞ্চ হবে Nokia 9.3 PureView। সদ্য প্রকাশিত রিপোর্ট সত্যি হলে Nokia-র পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে।
ফেব্রুয়ারিতে বার্সেলোনায় Nokia 9.3 Pureview লঞ্চ হওয়ার কথা ছিল
শীঘ্রই লঞ্চ হবে Nokia 9.3 PureView। সদ্য প্রকাশিত রিপোর্ট সত্যি হলে Nokia-র পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে। সঙ্গে থাকতে পারে 108 মেগাপিক্সেল ক্যামেরা। Nokia 9 PureView-এর মতোই Nokia 9.3 PureView-এর পিছনেও একগুচ্ছ ক্যামেরা সেন্সর থাকবে। এই ক্যামেরায় থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। চলতি বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে এই ফোন লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে ফেব্রুয়ারিতে বার্সেলোনায় সেই অনুষ্ঠান বাতিল হয়েছিল।
সম্প্রতি এক রিপোর্টে পরবর্তী Nokia ফ্ল্যাগশিপের একাধিক স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এই ফোনে 108 মেগাপিক্সেল Samsung সেন্সর অথবা 64 মেগাপিক্সেল Sony সেন্সর থাকতে পারে। এই সেন্সর দিয়েই Nokia 9.3 PureView তে ভিডিও রেকর্ড হবে।
মধ্যবিত্তের সাধ্যের মধ্যে লঞ্চ হল iPhone SE (2020)
জানা গিয়েছে এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। সঙ্গে থাকবে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। প্রাইমারি ক্যামেরা ছাড়াও এই ফোনে থাকতে পারে একটি 20 মেগাপিক্সেল, একটি 24 মেগাপিক্সেল ও একটি 48 মেগাপিক্সেল ক্যামেরা।
চলতি বছরের প্রথমার্ধেই লঞ্চ হবে Nokia 9.3 PureView। এই ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
NASA Pulls Out Artemis II Rocket to Launch Pad Ahead of Historic Moon Mission