OnePlus 6 এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 8GB RAM আর Adreno 630 GPU আর 256GB ইন্টারনাল স্টোরেজ।
মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই বছরে OnePlus এর ফ্ল্যাগশিপ OnePlus 6। একই সাথে OnePlus 6 মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশান ফোন লঞ্চ করেছিল OnePlus। এই ভেরিয়েন্টটি শুধুমাত্র 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছিল। লিমিটেড এডিশান এই ফোন লঞ্চের কিছুদিনের মধ্যেই ফোনের স্টক শেষ হয়ে যায়। মে মাসে OnePlus 6 লঞ্চের সময় ভারতের বাজারে মিডনাইট ব্ল্যাক 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেনি OnePlus। তখন কোম্পানি জানিয়েছিল এই ফোন ভারতের বাজারে লঞ্চের কোন পরিকল্পনাই তাদের নেই। তবে মন বদল করে এবার ভারতের বাজারে OnePlus 6 মিডনাইট ব্ল্যাক 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে ফোনটি লঞ্চ লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে OnePlus।
ভারতে OnePlus 6 মিডনাইট ব্ল্যাক 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 43,999 টাকা। আগামী 10 জুলাই থেকে Amazon.in এ এই ফোন কিনতে পাওয়া যাবে। এছাড়াও 14 জুলাই থেকে OnePlus.in ও OnePlus অফলাইন স্টোরে এই ফোন কেনা যাবে। একই স্টোরেজের OnePlus 6 মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশানের থেকে 1,000 টাকা দাম কম দামে এই মিডনাইট ভেরিয়েন্ট পাওয়া যাবে।
নতুন OnePlus 6 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। OnePlus 6 এ রয়েছে 6.28 ইঞ্চি FHD+ full Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। OnePlus 6 এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 8GB RAM আর Adreno 630 GPU আর 256GB ইন্টারনাল স্টোরেজ।
এই ফোনে রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি 16 মেগাপিক্সেল ও সেকেন্ডারী 20 মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে 480 ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র 0.4 সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।
OnePlus 6 এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র 30 মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ek Deewane Ki Deewaniyat Is Streaming Now: Know Where to Watch the Romance Drama Online
Realme Neo 8 Said to Feature Snapdragon 8 Gen 5 Chipset, Could Launch Next Month
Revolver Rita Is Now Streaming Online: Know Where to Watch the Tamil Action Comedy
Oppo Reno 15 Series Tipped to Get a Fourth Model With a 7,000mAh Battery Ahead of India Launch