OnePlus 8 Pro ও OnePlus 8 বিক্রি পিছিয়ে দিল OnePlus। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে উৎপাদন বন্ধ থাকার কারণে এই ফোন বিক্রি স্থগিত রাখা হয়েছে।
OnePlus 8
OnePlus 8 Pro ও OnePlus 8 বিক্রি পিছিয়ে দিল OnePlus। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে উৎপাদন বন্ধ থাকার কারণে এই ফোন বিক্রি স্থগিত রাখা হয়েছে। 29 মে Amazon থেকে এই দুই ফোন বিক্রি শুরু হওয়ার কথা ছিল। যদিও ভারতে কবে এই ফোন বিক্রি শুরু হবে জানায়নি চিনের কোম্পানিটি। যদিও 29 মে দুপুর 12টায় সীমিত সংখ্যায় এই ফোন বিক্রি করবে OnePlus।
OnePlus 8-এর দাম শুরু হচ্ছে 41,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। ভারতে শুধুমাত্র Amazon.in থেকেই এই ফোন পাওয়া যাবে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 44,999 টাকা খরচ হবে। 12GB RAM + 256GB স্টোরেজে OnePlus 8-এর দাম 49,999 টাকা। অনলাইন ও অফলাইনে শেষ দুই ভেরিয়েন্ট পাওয়া যাবে।
ভারতে OnePlus 8 Pro-র দাম শুরু হচ্ছে 54,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 8GB RAM + 128GB স্টোরেজ। 12GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে 59,999 টাকা খরচ হবে। Amazon.in ও অফলাইন স্টোর থেকে এই দুই ফোন কেনা যাবে।
OnePlus 8 Pro তে থাকছে ডুয়াল স্পিকার ও Dolby Atmos প্রযুক্তি। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। OnePlus 8 Pro-তে থাকছে 6.78 ইঞ্চি QHD+ Fluid AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM ও 256GB স্টোরেজ।
OnePlus 8 Pro-র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX689 সেন্সর। প্রাইমারি ক্যামেরায় অপটিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 5 মেগাপিক্সেল কালার ফিল্টার। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর।
কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS, NFC, ও USB Type-C পোর্ট রয়েছে। ফোনের ভিতরে রয়েছে 4,510mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং ও 30W ওয়্যারলেস চার্জিং। OnePlus 8 Pro-র ওজন 199 গ্রাম।
OnePlus 8 Pro-র মতোই OnePlus 8 তেও ডুয়াল স্টিরিও স্পিকার ও Dolby Atmos প্রযুক্তি থাকছে। এই ফোনেও Android 10 অপারেটিং সিস্টেম চলবে। OnePlus 8-এ থাকছে 6.55 ইঞ্চি FHD+ Fluid AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM ও 256GB স্টোরেজ।
OnePlus 8-এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর।
কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS, NFC, ও USB Type-C পোর্ট রয়েছে। ফোনের ভিতরে রয়েছে 4,300mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং. OnePlus 8-এর ওজন 180 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Salliyargal Now Streaming Online: Where to Watch Karunaas and Sathyadevi Starrer Online?
NASA’s Chandra Observatory Reveals 22 Years of Cosmic X-Ray Recordings
Space Gen: Chandrayaan Now Streaming on JioHotstar: What You Need to Know About Nakuul Mehta and Shriya Saran Starrer
NASA Evaluates Early Liftoff for SpaceX Crew-12 Following Rare ISS Medical Evacuation