OnePlus Ace 5 (ছবিতে) 2024 সালের ডিসেম্বরে লঞ্চ হয়েছিল
Photo Credit: OnePlus
বর্তমানে OnePlus ও Realme উভয় সংস্থার ঝুলিতেই 7,000mAh ব্যাটারি যুক্ত স্মার্টফোন রয়েছে। চীনের BBK গোষ্ঠীর মালিকানাধীন দুই ব্র্যান্ড এবার আগের রেকর্ড ভেঙে 8,000mAh অথবা তার থেকেও বেশি ক্ষমতার ব্যাটারি সহ ফোন লঞ্চ করতে পারে বলে জানা গিয়েছে। চীন থেকে একটি সূত্র দাবি করেছে যে, 8,000mAh ব্যাটারির সঙ্গে OnePlus Ace 6 অক্টোবর মাসের মধ্যে চীনে আত্মপ্রকাশ করতে পারে। অন্যদিকে, রিয়েলমির ফোনটিও একই সময়ে প্রকাশ্যে আসার সম্ভাবনা আছে। ফোনগুলি সেমি-সলিড প্রযুক্তির ব্যাটারি পাবে যা প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারির চেয়ে যেমন দীর্ঘস্থায়ী, তেমন সুরক্ষিত।
জনপ্রিয় টিপস্টার স্মার্ট পিকাচু চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে একটি পোস্টে BBK গ্রুপের একজোড়া আসন্ন ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। টিপস্টারের দাবি, ওয়ানপ্লাস ও রিয়েলমি উভয়ই উচ্চ-ক্ষমতার সেমি-সলিড স্টেট ব্যাটারি যুক্ত স্মার্টফোন নিয়ে কাজ করছে। জানিয়ে রাখি, সেমি-সলিড ব্যাটারি আরও বেশি শক্তি ধারণ করতে পারে। এর ফলে একই আকারের ব্যাটারি ফোনকে দীর্ঘ সময় ধরে পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।
এই আধুনিক ব্যাটারি বারবার চার্জ ও ডিসচার্জ করার পরেও রাসায়নিক দিক থেকে স্থিতিশীল থাকার ফলে ব্যাটারির আয়ু বৃদ্ধি পায় ও অনেক বেশি দিন ধরে কাজ করে। রিয়েলমি ও ওয়ানপ্লাসের মধ্যে একটি কোম্পানি 8000mAh ব্যাটারি ক্যাপাসিটির ফোন পরীক্ষা করছে বলে জানা গিয়েছে, যেখানে অন্য ব্র্যান্ডটি ইতিমধ্যেই 8000mAh+ ব্যাটারি যুক্ত স্মার্টফোনের পরীক্ষা সম্পন্ন করেছে।
প্রথম ফোনটি OnePlus Ace 6 হবে বলে অনুমান করা হচ্ছে, যা আগে 7,800mAh ব্যাটারি পাবে বলে জল্পনা চলছিল। পরবর্তী মডেলটি Realme GT 8 বা Realme Neo 8 এর মধ্যে একটি হতে পারে। কিন্তু ব্র্যান্ডটি এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। প্রসঙ্গত, এখন মূলধারার ফোনগুলির মধ্যে Honor Power বৃহত্তম ব্যাটারি প্যাক অফার করে, যা হল 8,000mAh। আবার সংস্থাটি এর থেকেও পাওয়ারফুল ব্যাটারি তৈরিতে হাত লাগিয়েছে বলে জল্পনা শোনা যাচ্ছে।
এদিকে, Xiaomi একটি নতুন Redmi ফোনের উপর কাজ করছে বলে শোনা যাচ্ছে যা 8,500mAh থেকে 9,000mAh ব্যাটারির সঙ্গে বাজারে আসবে। এতে সিলিকন কার্বন কম্পোজিটের একটি উন্নত সংস্করণ ব্যবহার হবে। সিলিকন কার্বন ব্যাটারি ছোট এবং হালকা হওয়ার ফলে ফোনের আকারে স্লিম ও কম্প্যাক্ট রাখা যায়। আসন্ন রেডমি ফোনটিতে হাই ক্যাপাসিটির ব্যাটারি থাকা সত্ত্বেও 8.55 মিমি বা তার কম পুরু হতে পারে। তবে মনে রাখবেন, আমরা এই খবরগুলির সত্যতা যাচাই করিনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.