OnePlus Ace 6T is equipped with a massive 8,300mAh battery
Photo Credit: OnePlus
OnePlus Ace 6T শোরগোল ফেলে বুধবার চীনে লঞ্চ হয়েছে। এটি Snapdragon 8 Gen 5 প্রসেসর চালিত বিশ্বের প্রথম স্মার্টফোন। এই হাই-পারফরম্যান্স ফোনে 8,300mAh ব্যাটারি ব্যবহার করেছে কোম্পানি। বর্তমানে যতগুলো ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট বাজারে উপলব্ধ, তাদের মধ্যে এই ফোনেই সবথেকে শক্তিশালী ব্যাটারি আছে। এতে 100W সুপার ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি থাকার কারণে ব্যাটারি ফুল চার্জ হতে বেশি সময় লাগবে না। OnePlus Ace 6T মডেলে নতুন গ্লেসিয়ার ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 165 হার্টজ রিফ্রেশ রেট, AMOLED ডিসপ্লে, 4K ভিডিও রেকর্ডিং ক্ষমতা সহ ডুয়াল ব্যাক ক্যামেরা, ও 16 জিবি র্যাম সহ একাধিক আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে।
ওয়ানপ্লাস এস 6টি ফোনের সামনের দিকে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন (2,800 x 1,272 পিক্সেল), 1,800 নিট পিক ব্রাইটনেস, 165 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, DC ডিমিং, ও 330 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। স্ক্রিনের রিফ্রেশ রেট স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। এটি সর্বোচ্চ 165 হার্টজ থেকে 144 হার্টজ, 120 হার্টজ, 90 হার্টজ, ও 60 হার্টজে রিফ্রেশ হতে সক্ষম। সিকিউরিটির জন্য, স্ক্রিনের ভিতরে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
ওয়ানপ্লাস এস 6টি পারফরম্যান্সের উপর বিশেষ নজর রেখে বাজারে আনা হয়েছে। এতে স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর আছে। এটি 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত এবং পিক ক্লক স্পিড 3.84 গিগাহার্টজ। ফোনটি 16 জিবি পর্যন্ত LPDDR5X র্যাম ও সর্বোচ্চ 1 টিবি 4.1 UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটিতে 8,300mAh ব্যাটারি আছে যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, 23 মিনিটের মধ্যে ব্যাটারি 0-50 শতাংশ চার্জ হবে। এটি বাইপাস পাওয়ার সাপ্লাই এবং রিভার্স ওয়্যার্ড চার্জিংও সমর্থন করে।
ওয়ানপ্লাসের নতুন ফোনের সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। আর পিছনে দু'টি ক্যামেরা বর্তমান — f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (Sony IMX906) এবং 112 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা। পিছনের ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে পারে।
OnePlus Ace 6T এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP66, IP68, IP69, ও IP69K জল ও ধুলোরোধী রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, P3 ডিসপ্লে চিপ, G2 গেমিং নেটওয়ার্ক চিপ, Android 16 OS৷ এই ফোনে গ্লেসিয়ার অ্যারোজেল, অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, ও গ্লেসিয়ার ব্যাক কভার আছে। এর ফলে দীর্ঘ সময় গেম খেললে ফোন গরম হলেও, সামনের স্ক্রিন, পাশের ফ্রেম, এবং পিছনের কভার হাতে ঠান্ডা অনুভূতি দেবে।
OnePlus Ace 6T এর 12 জিবি + 256 জিবি মডেলের দাম চীনে 2,599 ইউয়ান (প্রায় 33,00 টাকা)। অন্য দিকে, 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 2,899 ইউয়ান (প্রায় 37,000 টাকা), 3,099 ইউয়ান (প্রায় 40,000 টাকা), 3,399 ইউয়ান (প্রায় 43,000 টাকা), ও 3,699 ইউয়ান (প্রায় 47,000 টাকা)। এটি OnePlus 15R নামে ভারতে ডিসেম্বর 17 লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.