OnePlus Ace 6T ঝড় তুলে 8,300mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল, এমন পাওয়ার ও পারফরম্যান্স প্রথমবার!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 ডিসেম্বর 2025 19:48 IST
হাইলাইট
  • OnePlus Ace 6T বিশ্বের প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন
  • ফোনটির 8,300mAh ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে
  • OnePlus Ace 6T ভ্যারিয়েবল 120Hz রিফ্রেশ রেট ফিচারের সঙ্গে এসেছে

OnePlus Ace 6T is equipped with a massive 8,300mAh battery

Photo Credit: OnePlus

OnePlus Ace 6T শোরগোল ফেলে বুধবার চীনে লঞ্চ হয়েছে। এটি Snapdragon 8 Gen 5 প্রসেসর চালিত বিশ্বের প্রথম স্মার্টফোন। এই হাই-পারফরম্যান্স ফোনে 8,300mAh ব্যাটারি ব্যবহার করেছে কোম্পানি। বর্তমানে যতগুলো ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট বাজারে উপলব্ধ, তাদের মধ্যে এই ফোনেই সবথেকে শক্তিশালী ব্যাটারি আছে। এতে 100W সুপার ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি থাকার কারণে ব্যাটারি ফুল চার্জ হতে বেশি সময় লাগবে না। OnePlus Ace 6T মডেলে নতুন গ্লেসিয়ার ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 165 হার্টজ রিফ্রেশ রেট, AMOLED ডিসপ্লে, 4K ভিডিও রেকর্ডিং ক্ষমতা সহ ডুয়াল ব্যাক ক্যামেরা, ও 16 জিবি র‍্যাম সহ একাধিক আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে।

OnePlus Ace 6T ডিসপ্লে

ওয়ানপ্লাস এস 6টি ফোনের সামনের দিকে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন (2,800 x 1,272 পিক্সেল), 1,800 নিট পিক ব্রাইটনেস, 165 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, DC ডিমিং, ও 330 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। স্ক্রিনের রিফ্রেশ রেট স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। এটি সর্বোচ্চ 165 হার্টজ থেকে 144 হার্টজ, 120 হার্টজ, 90 হার্টজ, ও 60 হার্টজে রিফ্রেশ হতে সক্ষম। সিকিউরিটির জন্য, স্ক্রিনের ভিতরে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

OnePlus Ace 6T পারফরম্যান্স ও ব্যাটারি

ওয়ানপ্লাস এস 6টি পারফরম্যান্সের উপর বিশেষ নজর রেখে বাজারে আনা হয়েছে। এতে স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর আছে। এটি 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত এবং পিক ক্লক স্পিড 3.84 গিগাহার্টজ। ফোনটি 16 জিবি পর্যন্ত LPDDR5X র‍্যাম ও সর্বোচ্চ 1 টিবি 4.1 UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটিতে 8,300mAh ব্যাটারি আছে যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, 23 মিনিটের মধ্যে ব্যাটারি 0-50 শতাংশ চার্জ হবে। এটি বাইপাস পাওয়ার সাপ্লাই এবং রিভার্স ওয়্যার্ড চার্জিংও সমর্থন করে।

OnePlus Ace 6T ক্যামেরা ও অন্যান্য ফিচার্স

ওয়ানপ্লাসের নতুন ফোনের সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। আর পিছনে দু'টি ক্যামেরা বর্তমান — f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (Sony IMX906) এবং 112 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা। পিছনের ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে পারে। 

OnePlus Ace 6T এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP66, IP68, IP69, ও IP69K জল ও ধুলোরোধী রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, P3 ডিসপ্লে চিপ, G2 গেমিং নেটওয়ার্ক চিপ, Android 16 OS৷ এই ফোনে গ্লেসিয়ার অ্যারোজেল, অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, ও গ্লেসিয়ার ব্যাক কভার আছে। এর ফলে দীর্ঘ সময় গেম খেললে ফোন গরম হলেও, সামনের স্ক্রিন, পাশের ফ্রেম, এবং পিছনের কভার হাতে ঠান্ডা অনুভূতি দেবে।

OnePlus Ace 6T দাম

OnePlus Ace 6T এর 12 জিবি + 256 জিবি মডেলের দাম চীনে 2,599 ইউয়ান (প্রায় 33,00 টাকা)। অন্য দিকে, 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 2,899 ইউয়ান (প্রায় 37,000 টাকা), 3,099 ইউয়ান (প্রায় 40,000 টাকা), 3,399 ইউয়ান (প্রায় 43,000 টাকা), ও 3,699 ইউয়ান (প্রায় 47,000 টাকা)। এটি OnePlus 15R নামে ভারতে ডিসেম্বর 17 লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

 
KEY SPECS
Display 6.83-inch
Processor Snapdragon 8 Gen 5
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 16-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 8300mAh
OS Android 16
Resolution 2800x1272 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Ace 6T ঝড় তুলে 8,300mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল, এমন পাওয়ার ও পারফরম্যান্স প্রথমবার!
  2. Moto G57 Power স্মার্টফোনের সেল শুরু, অফারে মাত্র 12,999 টাকায় 50MP Sony ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  3. Redmi 15C মাত্র 12,499 টাকার লঞ্চ হল, বিশাল ডিসপ্লে, 6,00mAh ব্যাটারি, ও 8GB র‍্যাম রয়েছে
  4. Poco C85 5G সস্তায় 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরার সঙ্গে ডিসেম্বর 9 লঞ্চ হচ্ছে
  5. 50MP সেলফি ক্যামেরা এবং 6,000mAh ব্যাটারির Vivo 5G স্মার্টফোন 6,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে
  6. Poco C85 5G সস্তায় 50MP AI ক্যামেরার সঙ্গে ভারতে আসতে চলেছে, থাকতে পারে 6,000mAh ব্যাটারি
  7. 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy Z TriFold, ভাঁজ করলে স্মার্টফোন, খুললেই 10 ইঞ্চি ট্যাবলেট
  8. Oppo A6x 5G ভারতে 6,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল, দাম মাত্র 12,499 টাকা
  9. Vivo X300 ও X300 Pro বাজার কাঁপানো ফিচার্স নিয়ে ভারতে লঞ্চ হল, ফোনে এবার DSLR ক্যামেরার মতো ছবি
  10. Sanchar Saathi: নতুন-পুরনো সমস্ত ফোনে ইনস্টল করতেই হবে এই অ্যাপ, নির্দেশ দিল কেন্দ্র
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.