OnePlus 15 (ছবিতে) ও OnePlus 16 লঞ্চ হচ্ছে অক্টোবর 27
Photo Credit: OnePlus
OnePlus 15 ও OnePlus Ace 6 চীনে লঞ্চ হতে আর এক সপ্তাহ সময়ও হাতে নেই। উভয় স্মার্টফোন আগামী সোমবার, অক্টোবর 27 আত্মপ্রকাশ করতে চলেছে। দুই ফোনে যথাক্রমে 7,300mAh এবং 7,800mAh ব্যাটারি থাকবে। ওয়ানপ্লাস এমন সব ফিচার্স যোগ করছে যা শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য। কিন্তু এদের নিয়ে চর্চার মাঝে হঠাৎই আলোচনার কেন্দ্রে চলে এসেছে কোম্পানির আরও একটি প্রিমিয়াম হ্যান্ডসেট। এটি নাকি ব্যাটারির ক্ষমতার নিরিখে সংস্থার সমস্ত মডেলকে পিছনে ফেলবে। সূত্রের দাবি অনুযায়ী, ওয়ানপ্লাসের আসন্ন হাই-এন্ড ফোনে Qualcomm-এর আপকামিং Snapdragon 8 Gen 5 প্রসেসর এবং 8,000mAh ব্যাটারি পাওয়া যেতে পারে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট থেকে জানা গিয়েছে, OnePlus 15 ও Ace 6 ছাড়াও একটি হাই পারফরম্যান্স স্মার্টফোন আনতে চলেছে কোম্পানি। এটি সংস্থার সাব-ফ্ল্যাগশিপ Ace সিরিজের অধীনে আসতে পারে। এতে 8,000mAh বা তারও বেশি ক্যাপাসিটির ব্যাটারি থাকতে পারে। তবে ফোনটির আসল নাম এখনও প্রকাশ হয়নি।
8,000mAh ব্যাটারি সহ ওয়ানপ্লাস ফোনটির হাইলাইট স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর। এটি চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসবে ও স্ন্যাপড্রাগন 8 এলিট চিপটির থেকে উন্নত পারফরম্যান্স প্রদান করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটিতে 165 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশনের ডিসপ্লে থাকবে। ফোনটি 2025 সালের অন্তিম সময়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা।
সোমবার লঞ্চ হতে চলা OnePlus Ace 6 মডেলটিও একটি হাই-পারফরম্যান্স স্মার্টফোন। এতে AMOLED ডিসপ্লে থাকবে যা 1.5K রেজোলিউশন, 165 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ও ডলবি ভিশন সাপোর্ট করবে। আসন্ন ফোনে ভেরিয়েবল রিফ্রেশ রেট প্রযুক্তি থাকবে। এটি 165 হার্টজ, 144 হার্টজ, 120 হার্টজ, 90 হার্টজ, ও 60 হার্টজে স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ হতে সক্ষম।
এটি 7,800mAh ব্যাটারির সঙ্গে আসবে ও 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য, আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। এছাড়াও, এতে মেটাল মিড-ফ্রেম ও IP66 + IP68 + IP69 + IP69K ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, Snapdragon 8 Elite প্রসেসর, 50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়াল ব্যাক ক্যামেরা, ও 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
অন্য দিকে, OnePlus 15 চলবে আরও পাওয়ারফুল ও নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে। গেমিং পারফরম্যান্স বৃদ্ধি করার জন্য, একটি ডেডিকেটেড ডিসপ্লে চিপও মিলবে। ফোনে 50 মেগাপিক্সেল Sony LYT-700 প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল Samsung ISOCELL JN5 আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.