ভারতে এল Oppo A31 (2020)। এই ফোনে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ।
Oppo A31 (2020) -র দাম শুরু হচ্ছে 11,490 টাকা থেকে
ভারতে এল Oppo A31 (2020)। ফেব্রুয়ারিতেই ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চ করেছিল Oppo। 29 ফেব্রুয়ারি ভারতে এই ফোন বিক্রি শুরু হবে। এই ফোনে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ। আপাতত ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চ হয়েছে। নতুন ফোনে রয়েছে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা।
4GB RAM + 64GB স্টোরেজে Oppo A31 (2020) -র দাম 11,490 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 13,990 টাকা খরচ হবে। 29 ফেব্রুয়ারি এই ফোন বিক্রি শুরু হবে। আপাতত 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। মার্চের মাঝামাঝি 6GB RAM + 128GB স্টোরেজে বিক্রি শুরু হবে Oppo A31 (2020)।
চারটি ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Huawei P40 Lite
Oppo A31 (2020) -এ রয়েছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ। সঙ্গে রয়েছে 4,230 mAh ব্যাটারি।
এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ফোনের পিছনে তিনটি ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
64 মেগাপিক্সেল ক্যামেরা সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Oppo Reno 3
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G/LTE, Wi-Fi, Bluetooth 5.0, MicroUSB পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Xiaomi Pad 8 Pro Global Variant Visits Geekbench; Tipped to Launch Alongside Xiaomi 17 Series
Google Maps Is Adding Gemini Support for Walking and Cycling Navigation