ভারতে এল Oppo A31 (2020)। ফেব্রুয়ারিতেই ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চ করেছিল Oppo। 29 ফেব্রুয়ারি ভারতে এই ফোন বিক্রি শুরু হবে। এই ফোনে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ। আপাতত ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চ হয়েছে। নতুন ফোনে রয়েছে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা।
4GB RAM + 64GB স্টোরেজে Oppo A31 (2020) -র দাম 11,490 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 13,990 টাকা খরচ হবে। 29 ফেব্রুয়ারি এই ফোন বিক্রি শুরু হবে। আপাতত 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। মার্চের মাঝামাঝি 6GB RAM + 128GB স্টোরেজে বিক্রি শুরু হবে Oppo A31 (2020)।
চারটি ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Huawei P40 Lite
Oppo A31 (2020) -এ রয়েছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ। সঙ্গে রয়েছে 4,230 mAh ব্যাটারি।
এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ফোনের পিছনে তিনটি ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
64 মেগাপিক্সেল ক্যামেরা সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Oppo Reno 3
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G/LTE, Wi-Fi, Bluetooth 5.0, MicroUSB পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন