Oppo A6 Max এর সামনে 6.8 ইঞ্চি ওলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
Photo Credit: Oppo
Oppo A6 Max এর সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে
Oppo A6 Max লঞ্চ হয়ে গেল। সংস্থার A সিরিজের নতুন ফোনটি একপ্রকার নিঃশব্দে আত্মপ্রকাশ করেছে। তবে ফিচার্স শোরগোল ফেলার মতোই বলা চলে। স্মার্টফোনটির মুখ্য আকর্ষণ 7,000 এমএএইচ ব্যাটারি। এর ফলে ঘন ঘন চার্জ করার প্রয়োজনীয়তা কমে যাবে। আবার 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার ফলে অল্প সময়ে ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। Oppo A6 Max জল, ধুলো, এবং উচ্চ-তাপমাত্রা থেকেও সুরক্ষা প্রদান করে। ফোনটিতে Snapdragon 7 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। চিপটি মিড-রেঞ্জে ভাল পারফরম্যান্স সরবরাহ করে। ফোন থেকে দ্রুত তাপ অপসারণ করতে ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে।
Oppo A6 Max এর সামনে 6.8 ইঞ্চি ওলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,600 নিট পিক ব্রাইটনেস, ও 1,280x2,800 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এর স্ক্রিনে ক্রিস্টাল শিল্ড গ্লাস প্রটেকশন দেওয়া হয়েছে। ফোনটি 7.7 মিমি পুরু এবং ওজন 198 গ্রাম। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000 এমএএইচ ব্যাটারি বর্তমান।
ছবি ও ভিডিও তোলার জন্য, ওপ্পো এ6 ম্যাক্স ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। প্রাইমারি ক্যামেরা হল 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 2 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে 32 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ফোনটি স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর দ্বারা চালিত এবং 8 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।
ওপ্পোর নতুন ফোনে 5,200 স্কোয়ার মিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটির বডি IP66, IP68, এবং IP69 সার্টিফিকেশন প্রাপ্ত। যার ফলে এটি ধুলোবালি সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে সক্ষম ও জলের নিচেও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে পারে। ডিভাইসটি Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম সফটওয়্যারে রান করে।
Oppo A6 Max এর দাম চিনে 1,599 টাকা রাখা হয়েছে যা ভারতীয় মুদ্রায় প্রায় 19,800 টাকার সমান। ফোনটি জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের একটাই ভেরিয়েন্টে উপলব্ধ। এটি সাদা ও নীল রঙে বিক্রি হচ্ছে। ভারতে কবে লঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, Oppo F31 সিরিজ 12-14 সেপ্টেম্বরের মধ্যে ভারতে লঞ্চ হয়ে যেতে পারে। এই লাইনআপের অধীনে Oppo F31, Oppo F31 Pro, এবং Oppo F31 Pro+ আসবে বলে জানা গিয়েছে। বেস ও Pro ভেরিয়েন্ট চলবে MediaTek Dimensity চিপসেটে। অন্যদিকে, F17 Pro+ মডেলটিতে Snapdragon 7 Gen 3 প্রসেসর ব্যবহার হতে পারে। তবে তিনটি মডেলেই 80 ওয়াট ফাস্ট চার্জিং সহ 7,000 এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন