Oppo Find X9 কোয়াড রিয়ার ক্যামেরার সঙ্গে আসছে
Photo Credit: Oppo
Oppo Find X9 সিরিজ অক্টোবর 16 চীনে লঞ্চ হচ্ছে। সেই দিন Find X9 এবং Find X9 Pro আত্মপ্রকাশ করবে। স্ট্যান্ডার্ড Oppo Find X9 মডেলটি MediaTek Dimensity 9500 প্রসেসর ও 7,025mAh ব্যাটারির সঙ্গে আসবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। আর এখন একটি সূত্র আসন্ন স্মার্টফোনটির ডিসপ্লে ও ক্যামেরার ডিটেলস অনলাইনে ফাঁস করেছে। জানিয়ে রাখি, Oppo Find X9 সিরিজে Hasselblad টিউনড কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার হবে। বেস মডেলের থেকেও উন্নত ও দামি Find X9 Pro ভেরিয়েন্টে একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Weibo (চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম)-এর একটি পোস্টে একটি স্মার্টফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এটি একটি MediaTek Dimensity 9500 চিপসেট দ্বারা চালিত হবে। পোস্টে ফোনটির নাম উল্লেখ না থাকলেও, গিজমোচীনা দাবি করেছে, এই বৈশিষ্ট্যগুলি Oppo Find X9 মডেলটিরই। হ্যান্ডসেটটিতে 1.5K রেজোলিউশন, "R-অ্যাঙ্গেল" কার্ভ এবং "আল্ট্রা-ন্যারো ইকুইলাটারাল" বেজেল সহ 6.59 ইঞ্চি OLED ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে।
ওপ্পো ফাইন্ড এক্স9 কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ পেয়েছে। 50 মেগাপিক্সেল Sony LYT808 প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি 50 মেগাপিক্সেল Samsung JN5 আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, F/2.6 অ্যাপারচার সহ একটি Sony LYT600 পেরিস্কোপ টেলিফটো সেন্সর, এবং একটি 2-মেগাপিক্সেল "মাল্টি-স্পেকট্রাল" লেন্স ব্যবহার করা হবে।
সেলফি ও ভিডিও কল করার জন্য ফোনটির সামনের দিকে, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী, Oppo Find X9 ফোনটি 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এতে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টও মিলবে। নিরাপত্তার জন্য আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকতে পারে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এটি "IP66, IP68 ও IP69" রেটিং পাবে বলে জানা গিয়েছে। হ্যান্ডসেটটি 7.99 মিমি পুরু ও প্রায় 203 গ্রাম ওজনের হতে পারে।
প্রসঙ্গত, চীনে ওপ্পোর প্রোডাক্ট ম্যানেজার Oppo Find X9 সিরিজের ছবি প্রকাশ করেছেন। স্ট্যান্ডার্ড ও প্রো মডেল একই রকম ডিজাইনে আসবে। উভয় ফোনের পিছনে Hasselblad-ব্র্যান্ডেড কোয়াড-রিয়ার ক্যামেরা আছে। একটি বর্গাকার ক্যামেরা আইল্যান্ডের ভিতরে সেন্সরগুলি অবস্থিত। স্ট্যান্ডার্ড মডেল ভেলভেট টাইটানিয়াম, ফ্রস্ট হোয়াইট এবং মিস্ট ব্ল্যাক রঙে পাওয়া যাবে। অন্য দিকে, Find X9 Pro ভেলভেট টাইটানিয়াম ও ফ্রস্ট হোয়াইট (চাইনিজ থেকে অনুবাদ) রঙে উপলব্ধ হবে। প্রো মডেলে ফোনটিতে ইতিমধ্যেই 70 মিমি ফোকাল লেন্থ সহ একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকার কথা জানা গিয়েছে। সিরিজটি Android 16-নির্ভর ColorOS 16 পরিচালিত প্রথম স্মার্টফোন হতে চলেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.