Oppo K13 Turbo সিরিজে IPX6, IPX8 ও IPX9 ওয়াটার রেজিস্ট্যান্স আছে
Photo Credit: Oppo
Oppo K13 Turbo সিরিজ ধুমধাম করে আজ ভারতে লঞ্চ হল। এই লাইনআপের অধীনে Oppo K13 Turbo এবং K13 Turbo Pro ভারতে এসেছে। এগুলি ভারতের প্রথম স্মার্টফোন যা কুলিং ফ্যান দিয়ে সজ্জিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওপ্পোর নতুন সিরিজে ইনবিল্ট সেন্ট্রিফিউগাল ফ্যান রয়েছে, যা এর আগে দেশের কোনও ফোনে দেখা যায়নি। এই যান্ত্রিক ফ্যান ছাড়াও, 7,000 স্কোয়ার মিমি ভেপার কুলিং চেম্বার আছে। Oppo K13 Turbo এবং K13 Turbo Pro এর প্রধান আকর্ষণ হল অত্যাধুনিক অ্যাক্টিভ ও প্যাসিভ হিট ম্যানেজমেন্ট সিস্টেম। এছাড়া, বিভিন্ন গেমিং সেন্ট্রিক ফিচার্স, ফ্ল্যাগশিপ প্রসেসর, ও শক্তিশালী 7,000Mah ব্যাটারি রয়েছে নতুন সিরিজে।
Oppo K13 Turbo ও Oppo K13 Turbo Pro উভয়ই 6.80 ইঞ্চি AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 1.5K (1,280x2,800 পিক্সেল) রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,600 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে করে। বেস মডেলটি MediaTek Dimensity 8450 প্রসেসর দ্বারা পরিচালিত। অন্যদিকে, Pro ভেরিয়েন্ট Snapdragon 8s Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনগুলি 12 জিবি পর্যন্ত LPDDR5X র্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে।
ওপ্পো কে13 টার্বো এবং কে13 টার্বো প্রো অ্যান্ড্রয়েড 15 নির্ভর কালারওএস 15.0.2 কাস্টম সফটওয়্যারে রান করে। কোম্পানি দু'টি মেজর OS আপগ্রেড ও তিন বছর ধরে সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে। ফোন দু'টির পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর উপস্থিত। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ওপ্পো কে13 টার্বো সিরিজের প্রতিটি ফোনে বাইপাস চার্জিং এবং 80W চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি বর্তমান।
দীর্ঘক্ষণ গেম খেলার সময় ফোন অতিরিক্ত গরম হওয়াটা স্বাভাবিক। এছাড়া, অনেকক্ষণ ধরে সোশ্যাল মিডিয়ায় থাকলে বা মাল্টিটাস্কিং করলেও ফোনের গতি কমে যেতে পারে। এই সমস্যাগুলির সমাধান রয়েছে Oppo K13 Turbo সিরিজে। কোম্পানির উদ্ভাবিত কুলিং ইঞ্জিন বাজারের অন্যান্য স্মার্টফোনের তুলনায় ব্যাটারি, ডিসপ্লে, ও সিপিইউ থেকে 20 শতাংশ বেশি তাপ অপসারণ করতে সক্ষম। এই কুলিং সিস্টেমের কেন্দ্রে রয়েছে ইন-বিল্ট ফ্যান, এয়ার ডাক্ট, ও 7,000 বর্গ মিমি ভেপার চেম্বার।
Oppo K13 Turbo এবং K13 Turbo Pro এর সেন্ট্রিফিউগাল ফ্যানটি 0.1 মিমি ব্লেড ব্যবহার করে এবং 18,000 আরপিএম গতিতে ঘুরতে থাকে। এটি ফোনের গরম বাতাস বাইরে পাঠিয়ে ঠান্ডা রাখতে সাহায্য করে। কুলিং ফ্যান থাকা সত্ত্বেও ওপ্পোর নতুন দুই স্মার্টফোনের কাঠামো জলরোধী। এগুলি IPX6, IPX8 ও IPX9 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং অফার করে। এছাড়া, বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
ভারতে Oppo K13 Turbo এর দাম 27,999 টাকা থেকে শুরু হচ্ছে যা 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম। এটি 8 জিবি + 256 জিবি ভার্সনেও এসেছে যার দাম 29,999 টাকা। ফোনটি ফার্স্ট পার্পল, নাইট হোয়াইট এবং মিডনাইট ম্যাভেরিক রঙে উপলব্ধ। আগস্ট 18 থেকে বিক্রি শুরু হবে।
অন্যদিকে, Oppo K13 Turbo Pro এর 8 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 256 জিবি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 37,999 টাকা এবং 39,999 টাকা রাখা হয়েছে। ফোনটি আগস্ট 15 থেকে মিডনাইট ম্যাভেরিক, পার্পল ফ্যান্টম এবং সিলভার নাইট রঙে বিক্রি হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.