Oppo K13 Turbo Pro কিনলে গ্রাহকরা 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। এই অফার ডেবিট এবং ক্রেডিট কার্ডের পাশাপাশি বড় ও নামী ব্যাঙ্কগুলির EMI লেনদেনের জন্য প্রযোজ্য।
Oppo K13 Turbo সিরিজের কুলিং ইঞ্জিন বাজারের অন্যান্য স্মার্টফোনের তুলনায় ব্যাটারি, ডিসপ্লে, ও সিপিইউ থেকে 20 শতাংশ বেশি তাপ অপসারণ করতে সক্ষম। এই কুলিং সিস্টেমের কেন্দ্রে রয়েছে ইন-বিল্ট ফ্যান, এয়ার ডাক্ট, ও 7,000 বর্গ মিমি ভেপার চেম্বার।