ভারতে উৎপাদন বন্ধ করল Oppo, Realme, Vivo। চিনের কোম্পানিগুলি জানিয়েছে উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত গ্রেটার নয়ডা কারখানায় উৎপাদন বন্ধ থাকবে।
গ্রেটার নয়ডা কারখানায় উৎপাদন বন্ধ করল Oppo, Realme, Vivo
ভারতে উৎপাদন বন্ধ করল Oppo, Realme, Vivo। চিনের কোম্পানিগুলি জানিয়েছে উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত গ্রেটার নয়ডা কারখানায় উৎপাদন বন্ধ থাকবে। বুধবার মধ্যরাত থেকে গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। করোনাভাইরাস মোকাবিলায় 21 দিন দেশবাসীকে ঘরের মধ্যে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
“সরকারের নির্দেশ পেয়ে গ্রেটার নয়ডার কারখানায় উৎপাদন বন্ধ হয়েছে। এছাড়াও কোম্পানির কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ নেওয়া হয়েছে।” Oppo-র মুখপাত্র জানিয়েছেন।
Reliance Jio -র মালিকানা কিনতে আগ্রহী Facebook
Vivo-র তর থেকে সব কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
“কোম্পানির সব কর্মীদের দেশের মধ্যে ও দেশের বাইরে যাত্রা না করার নির্দেশ দেওয়া হয়েছে। সব কর্মীকে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।” জানিয়েছে Vivo।
লকডাউনের কারণে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল Flipkart
একই সঙ্গে পরবর্তী নির্দেশ পাওয়া পর্যন্ত কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে Realme।
“গ্রেটার নয়ডার কারখানায় উৎপাদন বন্ধ করেছে Realme। এই জন কয়েক দিন বাজারে আমাদের জিনিসের যোগানে ঘাটতি পড়লেও কর্মীদের সুরক্ষা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।” জানিয়েছে Realme।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Amazon Great Republic Day Sale: Best Deals on Robot Vacuum Cleaners
OnePlus 15T Lands on 3C Certification Database Ahead of Launch in China: Expected Specifications