Photo Credit: Oppo
Oppo Reno 14 ফোনের নতুন সান ও মুনলাইট কালার
Oppo Reno 14 ও Reno 14 Pro ভারতে সদ্য লঞ্চ হয়েছে। সুন্দর ডিজাইন ও তুখোড় ফিচার্সের কারণে ফোনগুলি সমালোচকদের কাছ থেকে প্রশংসা আদায় করে নিয়েছে। কোম্পানি এখন এই সিরিজের ফোনে আরও একটি চমক এনেছে। Oppo Reno 14 নতুন 'সান ও মুনলাইট' কালার ভেরিয়েন্টে বাজারে এসেছে। এই মডেলটির বিশেষত্ব হল রঙ-পরিবর্তনকারী ব্যাক প্যানেল। স্মার্টফোনটির পেছনের অংশ তাপমাত্রা বৃদ্ধি অথবা হ্রাসের সাথে সাথে রঙ পরিবর্তন করতে পারে। এই ফোনে MediaTek Dimensity 8350 চিপসেট, 80W ফাস্ট চার্জিং, 6,000mAh ব্যাটারি, ও 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 50MP সেলফি ক্যামেরা রয়েছে।
গিরগিটির যেমন তাপমাত্রা এবং বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে রং বদলায়, একই কায়দায় Oppo Reno 14 তাপমাত্রার সংস্পর্শে এসে নিজের রঙ পরিবর্তন করতে সক্ষম। তাপমাত্রা অনুযায়ী, এটি সানলাইট অরেঞ্জ অথবা মুনলাইট সিলভার কালার ধারণ করে। উষ্ণতা 60°C এর উপরে গেলে সিলভার এবং -15°C তাপমাত্রায়, ফোনের পিছনের অংশ কমলা রঙে বদলে যায়।
চীনে ওপ্পো রেনো 14-এর সান এবং মুনলাইট কালার ভেরিয়েন্টটি জুলাই 11 থেকে বিক্রি শুরু হবে। ফোনটির 12 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ সহ বেস মডেলের দাম 2,799 ইউয়ান (প্রায় 33,000 টাকা)। এই কালার এডিশন ভারতে কবে আসবে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, রেনো সিরিজের ফোনটি এ দেশে ফরেস্ট গ্রিন ও পার্ল হোয়াইট রঙে উপলব্ধ। বেস 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে 37,999 টাকা খরচ। অন্যদিকে, 12 জিবি র্যাম + 256 জিবি এবং 12 জিবি র্যাম + 512 জিবি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 39,999 টাকা এবং 42,999 টাকা।
রং-পরিবর্তনকারী ব্যাক প্যানেল যোগ করা ছাড়া, Oppo Reno 14 সান ও মুনলাইট কালার অপশনের সমস্ত স্পেসিফিকেশন অন্যান্য ভেরিয়েন্টের মতো রাখা হয়েছে। এই ফোনে 6.59 ইঞ্চি HDR+ AMOLED স্ক্রিন আছে যা 120Hz রিফ্রেশ রেট, 1,200 নিট HBM ব্রাইটনেস, 1 বিলিয়ন কালার, এবং 1,256 x 2,800 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ডিসপ্লে প্যানেলটি কর্নিং গরিলা গ্লাস 7i দিয়ে সুরক্ষিত।
Oppo Reno 14 এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর দ্বারা চালিত। এতে 80W ফাস্ট চার্জিং সহ 6,000mAh ব্যাটারি আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন