নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Oppo Reno 3। সোমবার চিনে লঞ্চ হয়েছে Oppo Reno 3 Vitality edition। এই ফোনে MediaTek MT6885Z Dimensity 1000L -এর পরিবর্তে Qualcomm Snapdragon 765 চিপসেট ব্যবহার হয়েছে। তিনটি নতুন রঙে নতুন ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। Reno 3 -তে 64 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছিল।
Oppo Reno 3 Vitality edition -এর দাম 2,999 ইউয়ান (প্রায় 30,500 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে।
দুর্দান্ত ক্যামেরা সহ শীঘ্রই আসছে Honor 9X Lite
এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Qualcomm Snapdragon 765 চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ। সঙ্গে থাকছে 4,025 mAh ব্যাটারি। ও 30W VOOC 4.0 সাপোর্ট। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপর ColorOS 7 স্কিন চলবে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
নতুন ভেরিয়েন্টের Oppo Reno 3 -তে রয়েছে চারটি রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন