Oppo Reno 3 Vitality edition -এর দাম 2,999 ইউয়ান (প্রায় 30,500 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
চিনে লঞ্চ হয়েছে Oppo Reno 3 Vitality edition
নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Oppo Reno 3। সোমবার চিনে লঞ্চ হয়েছে Oppo Reno 3 Vitality edition। এই ফোনে MediaTek MT6885Z Dimensity 1000L -এর পরিবর্তে Qualcomm Snapdragon 765 চিপসেট ব্যবহার হয়েছে। তিনটি নতুন রঙে নতুন ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। Reno 3 -তে 64 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছিল।
Oppo Reno 3 Vitality edition -এর দাম 2,999 ইউয়ান (প্রায় 30,500 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে।
দুর্দান্ত ক্যামেরা সহ শীঘ্রই আসছে Honor 9X Lite
এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Qualcomm Snapdragon 765 চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ। সঙ্গে থাকছে 4,025 mAh ব্যাটারি। ও 30W VOOC 4.0 সাপোর্ট। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপর ColorOS 7 স্কিন চলবে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
নতুন ভেরিয়েন্টের Oppo Reno 3 -তে রয়েছে চারটি রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters