Redmi Note 7 Pro এর মতোই Realme 3 Pro এর পিছনে থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ইতিমধ্যেই এই ক্যামেরায় তোলা ছবি ট্যুইটারে শেয়ার করেছেন Realme প্রধান মাধব শেঠ।
Redmi Note 7 Pro কে টেক্কা দিতে আসছে Realme 3 Pro
22 অগাস্ট লঞ্চ হবে Realme 3 Pro। ইতিমধ্যেই এই ফোন লঞ্চের ঘোষণা করে দিয়েছে Realme। কোম্পানি জানিয়েছে এই ফোনে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতার জন্য থাকছে শক্তিশালী প্রসেসার। তবে এই ফোনে ঠিক কোন প্রসেসার ব্যবহার হয়েছে তা জানায়নি চিনের কোম্পানিটি।
সম্প্রতি বেঞ্জমার্কিং ওয়েবসাইটে দেখা গিয়েছে Realme 3 Pro। Geekbech ওয়েবসাইটে এই ফোনে Snapdragon 710 চিপসেট দেখা গিয়েছে। Redmi Note 7 Pro এর সাথে প্রতিযোগিতায় ভাররে এই ফোন লঞ্চ করছে Realme। Redmi Note 7 Pro তে থাকছে Snapdragon 675 চিপসেট। যার থেকে তুলনামুলক শক্তিশালী চিপসেট থাকছে Realme 3 Pro তে।
Snapdragon 710 চিপসেট ছাড়াও Realme 3 Pro তে থাকছে 6GB RAM আর 3,960 mAh ব্যাটারি। Realme 3 Pro তে থাকবে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 6.0 স্কিন।
Redmi Note 7 Pro এর মতোই Realme 3 Pro এর পিছনে থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ইতিমধ্যেই এই ক্যামেরায় তোলা ছবি ট্যুইটারে শেয়ার করেছেন Realme প্রধান মাধব শেঠ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Honor Power 2 Chipset, Display Specifications Tipped; Could Launch With 10,080mAh Battery
Hollow Knight: Silksong's First Major Expansion, Sea of Sorrow, Announced; Launch Set for 2026