Realme 5 সেল শুরু হবে রাত 8 টায়। 9,999 টাকা টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে।
Realme 5 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Realme 5 Pro আর Realme 5। নতুন Realme 5 Pro আর Realme 5 ফোনের পিছনে রয়েছে চারটি করে ক্যামেরা। এর মধ্যে মঙ্গলবার বিক্রি শুরু হয়েছে Realme 5। আজ দুপুর 12 টায় প্রথম ফ্ল্যাশ সেলে এই ফোনের স্টক মুহুর্তে শেষ হয়েছে। Realme জানিয়েছে মঙ্গলবার দুপুরের ফ্ল্যাশ সেলে কয়েক সেকেন্ডের মধ্যে 120,000 টি Realme 5 বিক্রি হয়েছে। মঙ্গলবার রাত 8 টায় আবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে এই স্মার্টফোন। Realme 5 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা টাকা থেকে। এই প্রথম দশ হাজার টাকার কম দামের কোন ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকতে চলেছে। এছাড়াও Realme 5 ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 665 চিপসেট।
Realme 5 এর বেস ভেরিয়েন্ট কিনতে 9,999 টাকা খরচ হবে। এই ফোনের বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM + 32GB স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজে Realme 5 কেনার খরচ 10,999 টাকা। 4GB RAM + 128GB স্টোরেজে Realme 5 কিনতে 11,999 টাকা খরচ হবে।
আজ 8 টায় Flipkart আর Realme.com থেকে Realme 5 ফোনের দ্বিতীয় ফ্ল্যাশ সেল শুরু হবে। এই দুই ওয়েবসাইটেই Realme 5 এর সাথে থাকছে একাধিক লঞ্চ অফার। জিও গ্রাহকদের জন্য থাকছে 7,000 টাকা পর্যন্ত সুবিধা আর মাত্র 99 টাকায় পাওয়া যাবে কমপ্লিট মোবাইল প্রোটেকশন।
Realme 5 ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। এই ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 665 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
এই ফোনের পিছনেও রয়েছে চারটি ক্যামেরা। থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে ইলেকট্রিকাল ইমেজ স্টেবিলাইজেশন।
কানেক্টিভিটির জন্য Realme 5 ফফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, a GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। Realme 5 এর ওজন 198 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Could Reportedly Use BOE Displays for Its Galaxy Smartphones, Smart TVs
OpenAI, Anthropic Offer Double the Usage Limit to Select Users Till the New Year