15 অগাস্ট লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক্যামেরার Realme স্মার্টফোন। ঐ দিন চিনে লঞ্চ হবে এই স্মার্টফোন। সম্প্রতি এই কথা জানিয়েছে Realme। যদিও এর আগেই 8 অগাস্ট ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরার এই ফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি।
Photo Credit: Weibo
এই সপ্তাহে ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরার এই ফোন লঞ্চ করবে Realme
15 অগাস্ট লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক্যামেরার Realme স্মার্টফোন। ঐ দিন চিনে লঞ্চ হবে এই স্মার্টফোন। সম্প্রতি এই কথা জানিয়েছে Realme। যদিও এর আগেই 8 অগাস্ট ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরার এই ফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি। এই ফোনের ভিতরে থাকতে পারে Samsung ISOCELL Bright GW1 সেন্সর। সম্প্রতি 64 মেগাপিক্সেলের এই মোবাইল সেন্সর লঞ্চ করেছিল Samsung। যদিও এই বিষয়ে মুখ খোলেনি Realme।
সম্প্রতি চিনে এক সোশ্যাল মিডিয়া পোস্টে Realme জানিয়েছে 15 অগাস্ট চিনে লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। যদিও লঞ্চের দিন আর ফোনের 64 মেগাপিক্সেল সেন্সর ছাড়া এই ফোন সম্পর্কে অন্য কোন তথ্য প্রকাশ করেনি Realme।
সম্প্রতি ভারতে এক সোশ্যাল মিডিয়া পোস্টে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছিলেন 8 অগাস্ট ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করবে Realme। তবে এই ফোন কোন সিরিজের অধীনে লঞ্চ হবে জানা যায়নি। এছাড়াও ফোনের দাম আর অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কেও অন্য কোন তথ্য সামনে আসেনি। মাধব জানিয়েছিলেন ভারতেই প্রথম 64 মেগাপিক্সেল ক্যামেরার এই ফোন লঞ্চ করবে Realme।
নতুন 64 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনে থাকতে পারে একটি Samsung ISOCELL Bright GW1 সেন্সর। কম আলোতে ভালো ছবিও তোলার জন্য এই সেন্সরের চারটি পিক্সেল একত্রিত হয়ে 16 মেগাপিক্সেল ছবি তুলতে পারবে। কম আলোতে তোলা সেই ছবিতে দুর্দান্ত ডিটেল পাওয়া যাবে। থাকছে HDR সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astrophysicists Map Invisible Universe Using Warped Galaxies to Reveal Dark Matter