আগামী সপ্তাহে লঞ্চ হবে Realme 6i। এই ফোনে থাকবে MediaTek Helio G80 চিপসেট। সঙ্গে থাকবে 4GB RAM।
Realme 6i তে MediaTek Helio G80 চিপসেট থাকছে
আগামী সপ্তাহেই লঞ্চ হবে Realme 6i। 17 মার্চ মায়ানমারে নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে Realme। সম্প্রতি মায়ানমারে কোম্পানির ফেসবুক পেজ থেকে এই ঘোষণা করেছে চিনের কোম্পানিটি। সম্প্রতি Geekbench ওয়েবসাইটে RMX2040 মডেল নম্বরে এই ফোন সামনে এসেছিল। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Realme 6 ও Realme 6 Pro। এই দুই ফোনের থেকে তুলনামূলক কম শক্তিশালী হার্ডওয়্যার সহ প্রতিবেশী দেশে আসতে চলেছে Realme 6i।
17 মার্চ ভারতীয় সময় দুপুর 12 টায় মায়ানমারে লঞ্চ হবে Realme 6i। এই ফোনে থাকবে MediaTek Helio G80 চিপসেট। সঙ্গে থাকবে 4GB RAM। লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে।
![]()
Realme 6i তে USB Type-C পোর্ট থাকবে
ছবি: Facebook/ Realme Myanmar
Realme 6 সিরিজের অন্য ফোনগুলির মতোই Realme 6i -এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
বিশাল ব্যাটারি, ট্রিপল ক্যামেরা সহ আগামী সপ্তাহে আসছে Samsung Galaxy M21
এই ফোনের ভিতরে 5,000 mAh ব্যাটারি থাকবে। সঙ্গে থাকবে USB Type-C পোর্টও 18W ফাস্ট চার্জ সাপোর্ট।নতুন এই ফোনের আয়তন 164.4x75.4x9.0 মিমি ও ওজন 195 গ্রাম।
মায়ানমারের বাইরে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি Realme। জানা যায়নি এই ফোনের সম্ভাব্য দাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Kamaro 2 Is Streaming Now on Sun NXT: Know All About the Horror Suspense Film
Saali Mohabbat OTT Release: Know When and Where to Watch the Radhika Apte-Starrer