Samsung Galaxy M21 -এর পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ফোনে একটি Super AMOLED ডিসপ্লে ডিসপ্লে ব্যবহার হয়েছে।
নীল, কালো ও বেগুনি রঙে পাওয়া যাবে Samsung Galaxy M21
আগামী সপ্তাহে লঞ্চ হবে Samsung Galaxy M21। 16 মার্চ এই ফোন গোটা দুনিয়ার সামনে নিয়ে আসছে Samsung। বুধবার প্রকাশিত টিজারে জানা গিয়েছে এই ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ থাকবে। ফোনের ভিতরে থাকবে 6,000 mAh ব্যাটারি।
Samsung Galaxy M21 -এর পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ফোনে একটি Super AMOLED ডিসপ্লে ডিসপ্লে ব্যবহার হয়েছে। Galaxy M সিরিজের অন্যান্য স্মার্টফোনের মতোই শুধুমাত্র Amazon.in থেকে এই ফোন পাওয়া যাবে। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। যদিও অন্য দুই ক্যামেরা সম্পর্কে এখনও কোন তথ্য প্রকাশ্যে আসেনি।
লঞ্চের আগেই ফাঁস হল Nokia 5.3 -র ছবি ও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Samsung Galaxy M21 -এ Infinity-U ডিজাইনের ডিসপ্লে রয়েছে। সেলফি তোলার জন্য থাকছে 20 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের ভিতরে রয়েছে Exynos 9611 চিপসেট। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে 6,000 mAh ব্যাটারি। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI 2.0 স্কিন চলবে। নীল, কালো ও বেগুনি রঙে পাওয়া যাবে Galaxy M21।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Tab A11+ India Launch Timeline Confirmed: Price, Specifications Expected
Vivo S50 Pro Mini Confirmed to Feature Snapdragon 8 Gen 5 SoC; AnTuTu Benchmark Score Teased