গত সপ্তাহে স্মার্টফোনে সেল নিয়ে এসেছিল Realme। উৎসবের মরশুমে আবার শুরু হল Realme Festive Days Sale। ইতিমধ্যেই এই সেল শুরু হয়েছে। 9 অক্টোবর পর্যন্ত এই সেলে সস্তা হচ্ছে একাধিক জনপ্রিয় Realme স্মার্টফোন। আগামী তিন দিন Realme.com আর Flipkart থেকে এই সেল চলবে।
3GB RAM + 32GB স্টোরেজে Realme 5 কিনতে 8,999 টাকা খরচ হবে। 4GB RAM + 64GB স্টোরেজে একই ফোন কিনতে 9,999 টাকা খরচ হবে। সিটি ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড হ্রাহকরা আর এইচডিএফসি ব্যাঙ্ক ডেবিট কার্ড গ্রাহকরা এই সেলে কেনাকাটা করলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে।
এছাড়াও এই সেলে 12,999 টাকায় পাওয়া যাচ্ছে Realme 5 Pro। 10,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Realme 3 Pro। Realme ওয়েবসাইট আর Flipkart থেকে প্রিপেড অর্ডারে অতিরিক্ত 1,000 টাকা ছাড় মিলবে।
8,999 টাকা থেকে পাওয়া যাবে Realme 3। অন্যদিকে 7,999 টাকায় পাওয়া যাবে Realme 3i বেস ভেরিয়েন্ট।
16,999 টাকার পরিবর্তে 16,499 টাকায় পাওয়া যাবে Realme X। Realme ওয়েবসাইট থেকে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে 500 টাকা ছাড় মিলবে। 9 অক্টোবর পর্যন্ত Flipkart আর Realme.com থেকে এই সেল চলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন