বৃহস্পতিবারের স্মার্টফোন লঞ্চ বাতিল করেছে Realme। কোম্পানির প্রধান মাধব শেঠ জানিয়েছেন আপাতত সব অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। দেশের নাগরিকদের ঘরের মধ্যে থাকার আবেদন জানিয়েছেন Realme প্রধান।
Realme Narzo সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ বাতিল করা হয়েছে
বৃহস্পতিবার দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করার ঘোষণা করেছিল Realme। এই ফোনগুলি হল Realme Narzo 10 ও Narzo 10A। করোনাভাইরাস সংক্রমণ রুখতে মঙ্গলবার গোটা দেশে 21 দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের স্মার্টফোন লঞ্চ বাতিল করেছে Realme। কোম্পানির প্রধান মাধব শেঠ জানিয়েছেন আপাতত সব অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। দেশের নাগরিকদের ঘরের মধ্যে থাকার আবেদন জানিয়েছেন Realme প্রধান।
টুইটারে Realme Narzo 10 ও Narzo 10A লঞ্চ বাতিল করার ঘোষণা করেছেন শেঠ। আপাতত অনির্দিষ্টকালের জন্য এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
টুইটারে শেঠ লেখেন, “গতকাল প্রধানমন্ত্রীর ঘোষণাকে সম্মান জানিয়ে আমরা Realme Narzo সিরিজ লঞ্চ বাতিল করছি। এই মুহূর্তে নিজের ও পরিবারের খেয়াল রাখার সময় এসেছে। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করুন।”
এছাড়াও সব Realme কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানির গ্রেটার নয়ডার কারখানায় উৎপাদন বন্ধ করা হয়েছে।
ভারতে Mi 10 লঞ্চ বাতিল করল Xiaomi
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Realme Narzo 10 ও Narzo 10A তে থাকবে 5,000 mAh ব্যাটারি। সম্প্রতি মায়ানমারে লঞ্চ হয়েছিল Realme 6i। এই ফোনে MediaTek Helio G80 চিপ ব্যবহার হয়েছে। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। সেই ফোনের নাম বদলে ভারতে Narzo 10 লঞ্চ করতে পারে Realme।
এছাড়াও কয়েক মাস আগেই থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল Realme C3। ভারতে এই ফোনের নাম বদলে আসতে পারে Narzo 10A। আশা করা হচ্ছে লঞ্চের আগে এই দুই ফোন সম্পর্কে আরও নতুন তথ্য প্রকাশ করবে Realme।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India