মার্চে লঞ্চ হওয়ার কথা ছিল Realme Narzo 10 ও Realme Narzo 10A। কিন্তু লকডাউনের কারণে এই ফোন লঞ্চ বাতিল করতে বাধ্য হয়েছিল Realme।
লকডাউনের কারণে Realme Narzo সিরিজ লঞ্চ পিছিয়ে গিয়েছিল
মার্চে লঞ্চ হওয়ার কথা ছিল Realme Narzo 10 ও Realme Narzo 10A। কিন্তু লকডাউনের কারণে এই ফোন লঞ্চ বাতিল করতে বাধ্য হয়েছিল Realme। এর পরে ই-কমার্স ডেলিভারি বন্ধ হওয়ার মার্চ মাস থেকেই ভারতে স্মার্টফোন বিক্রি বন্ধ রয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে 20 এপ্রিল থেকে ই-কমার্স ডেলিভারি শুরু হবে। ফলে গোটা দেশে আগামী সপ্তাহ থেকেই স্মার্টফোন বিক্রি শুরু হয়ে যাবে। এই পরিস্থিতিতে 21 এপ্রিল দুটি নতুন স্মার্টফোন ভারতে আনছে Realme।
21 এপ্রিল দুপুর 12 টা 30 মিনিটে Realme Narzo 10 ও Realme Narzo 10A লঞ্চ ইভেন্ট শুরু হবে। কোম্পানির অফিশিয়াল YouTube চ্যানেল থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে।
ভারতে 15,000 টাকার কম দামে লঞ্চ হবে Realme Narzo 10। 10,000 টাকার আশেপাশে বাজারে আসতে পারে Narzo 10A।
108MP ক্যামেরা, দুর্দান্ত ডিসপ্লে সহ আসছে Nokia 9.3 PureView
Realme Narzo 10 ও Narzo 10A তে থাকবে 5,000 mAh ব্যাটারি। সম্প্রতি মায়ানমারে লঞ্চ হয়েছিল Realme 6i। এই ফোনে MediaTek Helio G80 চিপ ব্যবহার হয়েছে। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। সেই ফোনের নাম বদলে ভারতে Narzo 10 লঞ্চ করতে পারে Realme। এছাড়াও থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল Realme C3। ভারতে এই ফোনের নাম বদলে আসতে পারে Narzo 10A।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series