256GB পর্যন্ত স্টোরেজে লঞ্চ হয়েছে Realme X50 Pro। এবার 512GB স্টোরেজে এই ফোন লঞ্চ করতে চলেছে Realme।
ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছে Realme X50 Pro 5G
সম্প্রতি 256GB পর্যন্ত স্টোরেজে লঞ্চ হয়েছে Realme X50 Pro। এবার 512GB স্টোরেজে এই ফোন লঞ্চ করতে চলেছে Realme। ইতিমধ্যেই চিনে নতুন ভেরিয়েন্টে এই ফোনের সার্টিফিকেশন শেষ হয়েছে। 12 মার্চ চিনে এই ফোন লঞ্চ হবে। আপাতত চিনে নতুন ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হবে। ভবিষ্যতে চিনের বাইরে এই ফোন বিক্রির বিষয়ে উচ্চবাচ্য করেনি Realme।
TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে 512GB স্টোরেজে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। ভারতে সর্বোচ্চ 256GB স্টোরেজে এই ফোন লঞ্চ হয়েছিল। চিনে 12GB RAM + 512GB স্টোরেজে কেনা যাবে Realme X50 Pro।
![]()
চিনে 512GB স্টোরেজে লঞ্চ হবে Realme X50 Pro
ছবি: TENAA
Realme X50 Pro 5G -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.44 ইঞ্চি 90Hz ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, Adreno 650 GPU, 12GB RAM ও 256GB স্টোরেজ।
এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
মার্চে চিনের বাইরে লঞ্চ হবে Mi 10 সিরিজ! এবার কি ভারতে?
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
নতুন ফোনে 5G কানেক্টিভিটি ব্যবহার করেছে Realme। ডুয়াল ব্যান্ড 5G সাপোর্ট ছাড়াও কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,200 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 65W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp Working on 'Strict Account Settings' Feature to Protect Users From Cyberattacks: Report
Samsung Galaxy XR Headset Will Reportedly Launch in Additional Markets in 2026
Moto G57 Power With 7,000mAh Battery Launched Alongside Moto G57: Price, Specifications