Redmi K90 সেপ্টেম্বরে লঞ্চ হওয়া Xiaomi 17-এর স্টাইলে ডিজাইন করা হয়েছে।
Photo Credit: Redmi
Redmi K90 টেলিফটো ক্যামেরার সঙ্গে আসছে
Redmi K90 জল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল, সেপ্টেম্বর 23 চীনে Redmi K90 Pro Max-এর সঙ্গে আত্মপ্রকাশ করতে চলেছে। Xiaomi আজ Redmi K90 লাইনআপের স্ট্যান্ডার্ড মডেলটির লঞ্চ নিশ্চিত করেছে। বেস ভেরিয়েন্ট আরও সুন্দর ও শক্তিশালী হবে বলে দাবি করছে সংস্থা। চাইনিজ টেক জায়ান্টটি Redmi K90-এর ডিজাইনও প্রকাশ্যে এনেছে। একইসাথে এর ডিসপ্লে, ব্যাটারি, এবং ক্যামেরার তথ্য সামনে এসেছে। ফোনটির বিশেষ ফিচার্সের মধ্যে থাকছে Bose-টিউনড ডুয়াল স্পিকার, OLED ডিসপ্লে, 2x টেলিফটো ক্যামেরা লেন্স, 100W ওয়্যার্ড (তারযুক্ত) সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,100mAh ক্যাপাসিটির ব্যাটারি, ইত্যাদি।
Redmi K90 সেপ্টেম্বরে লঞ্চ হওয়া Xiaomi 17-এর স্টাইলে ডিজাইন করা হয়েছে। শাওমির মতো আসন্ন ফোনের ক্যামেরা মডিউলেও চারটি গোল কাটআউট রয়েছে। এর মধ্যে তিনটিতে ক্যামেরা ও একটিতে LED ফ্ল্যাশ ইউনিট বর্তমান। Redmi K90 Pro Max মডেলেও একই ডিজাইন আছে। তবে টপ মডেলের মতো স্ট্যান্ডার্ড মডেলের পিছনে স্পিকার নেই। ক্যামেরার পাশে "সাউন্ড বাই বোস" ব্র্যান্ডিং লেখা।
রেডমি কে90 ফোনটিতে 6.59 ইঞ্চি ডিসপ্লে থাকবে, যার স্ক্রিন-টু-বডি রেশিও 94 শতাংশ, যেখানে পূর্বসূরী K80-তে 6.67 ইঞ্চি স্ক্রিন ছিল। সংস্থা বলছে, সাইজ কমানোর ফলে এক হাতে ব্যবহার করা সুবিধার হবে। ফোনটিতে মেটাল মিড-ফ্রেম এবং সিমেট্রিকাল অ্যান্টেনা ব্যান্ড থাকবে। শাওমির জেনারেল ম্যানেজার লু ওয়েবিং বলেছেন যে, হ্যান্ডসেটটি টেক্সচার, ডিসপ্লে, ইমেজিং, ব্যাটারি লাইফ, এবং সাউন্ড কোয়ালিটিতে ব্যাপক আপগ্রেড আনবে।
চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের ফাঁস করা তথ্য অনুযায়ী, Redmi K90-এর সামনে 120 হার্টজ রিফ্রেশ রেট ও 2K রেজোলিউশন সহ OLED ডিসপ্লে থাকবে। এতে সিমেট্রিকাল ডুয়াল স্পিকার + Bose টিউনং, 2.5x টেলিফটো ক্যামেরা, 100W ফাস্ট চার্জিং, এবং 7,100mAh ব্যাটারি পাওয়া যেতে পারে। ফোনের সমস্ত অফিসিয়াল তথ্য পেতে আর একটা রাত সম্পূর্ণ হওয়ার অপেক্ষা।
অন্য দিকে, Redmi K90 Pro Max-এর সামনে 6.9 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে। হ্যান্ডসেটটি নতুন ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে। মেইন প্রসেসরের সঙ্গে শাওমির নয়া D2 AI ডিসপ্লে চিপ যুক্ত থাকবে। দুর্দান্ত সাউন্ডের জন্য, 2.1 স্টেরিও সিস্টেম, একজোড়া সুপার-লিনিয়ার স্পিকার, ও একটি আলাদা উফার থাকবে। প্রতিটিই Bose-এর টিউনড করা।
ফোনটির পেরিস্কোপ টেলিফটো লেন্স অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS, 10x লসলেস জুম, এবং 5x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। এতে 7,560mAh ব্যাটারি থাকবে যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং অফার করবে। আবার 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট থাকার কারণে এটি পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন