Redmi Note 15 Pro Series 5G is equipped with a 200-megapixel camera
Photo Credit: Redmi
Redmi Note 15 Pro 5G সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হয়েছে। এই লাইনআপের অধীনে Redmi Note 15 Pro 5G এবং Redmi Note 15 Pro+ 5G দেশের বাজারে এসেছে। উভয় ফোনে অফলাইন কলিং ফিচার আছে। এটি মোবাইল নেটওয়ার্ক কিংবা Wi-Fi ছাড়াই এক কিমির মধ্যে কল করতে দেবে। দুই মডেলেই IP66 + IP68 + IP69 + IP69K জল ও ধুলো প্রতিরোধী রেটিং আছে। Redmi Note 15 Pro 5G সিরিজের বিশেষ ফিচার্সের মধ্যে Dolby Atmos এর সাথে স্টেরিও স্পিকার, 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 6,500mAh+ ক্যাপাসিটি ব্যাটারি, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 100W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ আরও অনেক কিছু রয়েছে।
রেডমি নোট 15 প্রো 5G ও রেডমি নোট 15 প্রো+ 5G ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। দুই ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.7 অ্যাপারচার যুক্ত 200 মেগাপিক্সেল স্যামসাং HPE ক্যামেরা সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। Pro মডেলের সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা আছে, যেখানে Pro+ ভ্যারিয়েন্টের সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের।
Redmi Note 15 Pro 5G সিরিজে একটি 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,772 x 1,280 পিক্সেল), HDR10+, ডলবি ভিশন, ও 3,200 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। উভয় ফোনের স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। স্ক্রিনের উপরে Corning Gorilla Glass Victus 2 কভার বর্তমান।
নতুন ফোনগুলি Android 15-নির্ভর Hyper OS 2 কাস্টম সফটওয়্যারে রান করে। সংস্থা চারটি মেজর Android আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। Redmi Note 15 Pro 5G মডেলে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসরে আছে৷ ফোনটি 45W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং-সহ 6,580mAh সিলিকন-কার্বন ব্যাটারির সাথে এসেছে।
অন্য দিকে, Redmi Note 15 Pro+ 5G ভ্যারিয়েন্টে Snapdragon 7s Gen 4 প্রসেসর, 100W ফাস্ট চার্জিং, এবং 6,500mAh ব্যাটারি আছে। রেডমির নয়া সিরিজে সর্বোচ্চ 512 জিবি UFS 2.2 স্টোরেজ ও 12 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম পাওয়া যায়। Redmi Note 15 Pro 5G এর বেস 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 29,999 টাকা। 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 31,999 টাকা রাখা হয়েছে। এটি সিলভার অ্যাশ, কার্বন ব্ল্যাক, এবং মাইরেজ ব্লু রঙে উপলব্ধ হবে।
Redmi Note 15 Pro+ 5G এর বেস 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 37,999 টাকা ও 39,999 টাকা রাখা হয়েছে। টপ 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের মূল্য 43,999 টাকা। ফোনটি কফি মোকা, কার্বন ব্ল্যাক, ও মাইরেজ ব্লু রঙের বিকল্পে বিক্রি হবে।
ক্রেতারা ICICI, SBI, ও HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। এর ফলে Redmi Note 15 Pro 5G সিরিজের স্টার্টিং প্রাইস 26,999 টাকায় নেমে আসবে। নতুন ফোন দু'টি ফেব্রুয়ারি 3 থেকে Amazon, শাওমির অনলাইন স্টোর, ও অফলাইন রিটেল চ্যানেলে পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.