অফলাইন বাজারে একাধিক স্মার্টফোনে আকর্ষনীয় ডিসকাউন্ট দিচ্ছে Xiaomi। Redmi Y2, Redmi Note 5 Pro, Mi A2 আর Mi Mix 2 এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলিতে 3000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। Paytm Mall ও SBI কার্ডের মাধ্যমে Xiaomi ফোন কেনাকাটায় থাকছে অতিরিক্ত ছাড়। Poco F1 সহ কোম্পানির একাধিক স্মার্টফোন অফলাইনে নো কস্ট EMI তে পাওয়া যাচ্ছে। 18 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত চলবে এই অফার।
Xiaomi Redmi Note 5 Pro ফোনে 2000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও Redmi Y2, Mi A2 ফোনে থাকছে 2000 টাকা ছাড়। প্রিমিয়াম Mi Mix 2 ফোনে 3000 টাকা ছাড় পাওয়া যাবে।
এই ডিসকাউন্টের উপরেই Paytm Mall থেকে 10,000 টাকার কম কেনাকাটায় 500 টাকা আর 10,000 টাকার বেশি কেনাকাটায় 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। 8,000 টাকা কেনাকাটায় SBI কার্ড গ্রাহকরা পাবেন 800 টাকা ক্যাশব্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন