Flipkart এ শুরু হয়েছে ‘Mi Days' সেল। এই সেলে সস্তা হয়েছে Redmi Note 6 Pro, Redmi Note 5 Pro আর Poco F1 এর মতো জনপ্রিয় স্মার্টফোন গুলি। এছাড়াও Redmi 6 কেনার সময় পুরনো স্মার্ট ফোন এক্সচেঞ্জ এ থাকছে অতিরিক্ত 500 টাকা ছাড়। এই সব ফোনেই নো কস্ট ইএমআই এর সুবিধা পাওয়া যাবে। HDFC ব্যাংক ডেবিট কার্ড গ্রাহকরা ইএমআই এর মাধ্যমে কিনলে পাবেন অতিরিক্ত 5% ছাড়।এছাড়াও মাত্র 99 টাকায় পাওয়া যাবে ‘বাইব্যাক' গ্যারান্টি। 30 জানুয়ারি পর্যন্ত এই সেল চলবে।
আরও পড়ুন: বাজেট সেগমেন্টে লঞ্চ হল Redmi Go: দাম ও স্পেসিফিকেশান দেখে নিন
13,999 টাকার পরিবর্তে ‘Mi Days' এ মাত্র 12,999 টাকায় পাওয়া যাবে Redmi Note 6 Pro ফোনের 4GB RAM ভেরিয়েন্ট। 6GB RAM ভেরিয়েন্ট এ এই ফোন কিনতে খরচ হবে 14,999 টাকা। গত বছর লঞ্চের সময় এই ভেরিয়েন্ট এর দাম ছিল 15,999 টাকা। এছাড়াও পুরনো স্মার্ট ফোন এক্সচেঞ্জ এ থাকছে 14,900 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়।
আরও পড়ুন: কবে লঞ্চ হবে Redmi X?
আরও পড়ুন: WhatsApp এ যোগ হলো নতুন এই ফিচার
Redmi Note 6 Pro এর মতই Redmi Note 5 Pro ফোনেও আকর্ষণীয় ছাড় নিয়ে এসেছে Xiaomi। 2000 টাকা পর্যন্ত সস্তা হয়েছে এই ফোন। 4GB RAM ভেরিয়েন্ট এ Redmi Note 5 Pro কিনতে 10,999 টাকা খরচ হবে। 6GB RAM ভেরিয়েন্ট এর দাম কমে হয়েছে 12,999 টাকা। এর সাথেই পুরনো স্মার্ট ফোন এক্সচেঞ্জ থাকছে অতিরিক্ত 12,600 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। মাত্র 2,167 টাকা থেকে শুরু হচ্ছে মাসিক নো কস্ট ইএমআই।
আরও পড়ুন: প্রথম ঝলকেই বাজিমাত করল Nokia 9 PureView
একাধিক Redmi ফোনের মতোই Mi Days সেল এ Flipkart এর সস্তা হয়েছে Poco F1। 6GB RAM/ 64GB স্টোরেজে Poco F1 কিনতে খরচ হবে 18,999 টাকা। এই ফোনের 6GB RAM/ 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম কমে হয়েছে 21,999 টাকা। সস্তা হয়েছে 8GB RAM/ 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। এই ফোন কিনতে খরচ হবে 25,999 টাকা। সাথে এক্সচেঞ্জ এ থাকছে 14,900 পর্যন্ত অতিরিক্ত ছাড়।
আরও পড়ুন: দুর্দান্ত ডিসপ্লে, প্রসেসার আর ব্যাটারি সহ ভারতে এল Samsung Galaxy M10 আর Galaxy M20
আরও পড়ুন: Redmi 6 Pro এর দাম কমালো Xiaomi
পুরনো স্মার্ট ফোন এক্সচেঞ্জ করে Redmi 6 কিনলেই থাকছে অতিরিক্ত 500 টাকা ডিসকাউন্ট। এর সাথেই পুরনো স্মার্ট ফোন এক্সচেঞ্জ এর জন্য 7,850 টাকা পর্যন্ত ছাড় পাবেন গ্রাহক।
32GB স্টোরেজ ভেরিয়েন্ট এ Redmi 6 এর দাম 7,999 টাকা। 64GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 8,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন