30 জুন পর্যন্ত চলবে Mi Super Sale। এই সেলে সস্তা হয়েছে Mi A2, Poco F1, Redmi Y2, Redmi Note 5 Pro আর Redmi 6 Pro। এছাড়াও থাকছ ব্যাঙ্ক ডিসকাউন্ট, নো-কস্ট ইএমআই আর এক্সচেঞ্জ অফার।
Amazon -এ শুরু হয়েছে Mi Days sales। এই সেলে সস্তা হয়েছে একাধিক জনপ্রিয় Xiaomi স্মার্টফোন। ভারতে কোম্পানির Redmi ও Mi সিরিজের ফোনগুলিতে ছাড় মিলছে। 6,500 টাকা পর্যন্ত ছাড় মিলবে Mi A2 ফোনে। আথে থাকছে ব্যাঙ্ক অফার ও নো-কস্ট ইএমআই এর সুবিধা।
Flipkart এ শুরু হয়েছে ‘Mi Days’ সেল। এই ছেলে সস্তা হয়েছে Redmi Note 6 Pro, Redmi Note 5 Pro আর Poco F1 এর মতো জনপ্রিয় স্মার্টফোন গুলি। এছাড়াও Redmi 6 কেনার সময় পুরনো স্মার্ট ফোন এক্সচেঞ্জ এ থাকছে অতিরিক্ত 500 টাকা ছাড়।
Redmi 6 Pro তে রয়েছে Snapdragon 625 চিপসেট। Redmi Note 5 ফোনেও একই চিপসেট রয়েছে। ক্যামেরার দিক থেকে Redmi 6 Pro আর Redmi Note 5 Pro ফোনে থাকবে একই ক্যামেরা।
দুটি ফোনেই রয়েছে Snapdragon 600 সিরিজের চিপসেট। Redmi Note 6 Pro ফোনে তুলনামুলক পুরনো Snapdragon 636 চিপসেট ব্যবহার হয়েছে। তবে Asus ZenFone Max Pro M2 ফোনে থাকছে অপেক্ষাকৃত শক্তিশালী Snapdragon 660 চিপসেট।
দাম কমার পরে ভারতে 2GB RAM/ 16GB স্টোরেজ Redmi 6A এর দাম 5,999 টাকা। 2GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6A কিনতে খরছ হবে 6,999 টাকা। বৃহস্পতিবার দুপুর 12 টা থেকে Amazon.in আর Mi.com এ নতুন দাম প্রযোজ্য হবে।