শুধুমাত্র ভারতের Redmi Note 7 Pro গ্রাহকরা MIUI 10 গ্লোবাল স্টেবেল রম ভার্সান 10.3.12.0 আপডেট পাবেন। ধাপে ধাপে সব গ্রাহকের ফোনে এই আপডেট পৌঁছে যাবে।
সাম্প্রতিকতম আপডেটে Redmi Note 7 Pro ফোনে ভিডিও রেকর্ডিং সমস্যার সমাধান হয়েছে
ভারতে নতুন সফটওয়্যার আপডেট পেতে শুরু করল Redmi Note 7 Pro। এই আপডেটে জনপ্রিয় এই মিডরেঞ্জ ফোনে জুলাই মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ যোগ হয়েছে। এছাড়াও এই আপডেটে Redmi Note 7 Pro ফোনে ভিডিও রেকর্ডিং এর সময় যে সমস্যার দেখা যাচ্ছিল তা সমাধান করেছে Xiaomi। MIUI 10 গ্লোবাল স্টেবেল রম ভার্সান 10.3.12.0 এর হাত ধরে পৌঁছেছে সাম্প্রতিকতম আপডেট।
অফিশিয়াল MIUI ফোরামে জানানো হয়েছে আপাতত শুধুমাত্র ভারতের Redmi Note 7 Pro গ্রাহকরা MIUI 10 গ্লোবাল স্টেবেল রম ভার্সান 10.3.12.0 আপডেট পাবেন। ধাপে ধাপে সব গ্রাহকের ফোনে এই আপডেট পৌঁছে যাবে। জুলাই মাসের মধ্যে ভারতের সব Redmi Note 7 Pro গ্রাহক নিজের ফোনে সাম্প্রতিক্তম এই আপডেট পেয়ে যাবেন বলে জানিয়েছে চিনের কোম্পানিটি।
অনেক দিন ধরেই Redmi Note 7 Pro ফোনে ভিডিও রেকর্ডিং এর সময় ফ্রেম ড্রপ হওয়ার অভিযোগ তুলছিলেন Redmi Note 7 Pro গ্রাহকরা। Xiaomi জানিয়েছে MIUI 10 গ্লোবাল স্টেবেল রম ভার্সান 10.3.12.0 আপডেটে Redmi Note 7 Pro ফোনের এই সমস্যার সমাধান হয়েছে।
এছাড়াও এই আপডেটের হাত ধরে Redmi Note 7 Pro ফোনে পৌঁছেছে জুলাই মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। ভারতে Redmi Note 7 Pro গ্রাহকরা ফোনের Settings > About phone > System update এ গিয়ে এই আপডেট ডাউনলোড করতে পারবেন।
ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 7 Pro। 13,999 টাকা থেকে ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে। Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Tomb Raider Catalyst, Divinity, Star Wars Fate of the Old Republic: Everything Announced at The Game Awards
The Rookie Season 7 OTT Release Date: When and Where to Watch it Online?
Dominic and the Ladies' Purse OTT Release Date: When and Where to Watch it Online?
Kesariya at 100 Season 1 Now Streaming on ZEE5: When and Where to Watch Docuseries Online?