Samsung Galaxy A31-এর দাম 21,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
Samsung Galaxy A31
গত বছর ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A30। বৃহস্পতিবার ভারতে লঞ্চ হল সেই ফোনের উত্তরসূরি Galaxy A31। এই ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার-ড্রপ স্টাইল নচ থাকছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। 6GB RAM ভেরিয়েন্টে এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এছারাও থাকছে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Samsung Galaxy A31-এর দাম
Samsung Galaxy A31-এর দাম 21,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। প্রিজম ক্রাশ ব্ল্যাক, প্রিজম ক্রাশ ব্লু ও প্রিজম ক্রাশ হোয়াইট কালারে এই মোবাইল পাওয়া যাবে। 4 জুন থেকে সব জনপ্রিয় অনলাইন ও অফলাইন স্টোর থেকে শিরি হচ্ছে বিক্রি।
Samsung Galaxy A31 স্পেসিফিকেশন
Samsung Galaxy A31-এ থাকছে 6.4 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTEk HElio P65 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম থাকছে।
নতুন ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OnePlus Pad Go 2 Visits Geekbench With MediaTek Dimensity 7300 SoC, Android 16
iPhone SE, iPad Pro 12.9-Inch (Second Generation) Added to Apple's Vintage and Obsolete Products List