ব্রিটিশ চিপ প্রস্তুতকারী সংস্থা ARM Holdings এর সাথে হাত মিলিয়ে নতুন Cortex-A76 CPU লঞ্চ করল Samsung। 7nm LPP আর 5nm LPE প্রসেসে এই চিপসেট তৈরী হয়েছে। Cortex-A76 CPU এর ক্লক স্পিড 3 GHz। ছোট প্রসেস সাইজ ও বেশি ক্লক স্পিডের জন্য এই চিপসেট নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তৈরী হয়েছে। এই চিপসেট খুব সহজেই আধুনিক 10nm চিপসেটগুলিকে হারিয়ে দিতে পারবে। নত্তুন এই হাই এন্ড CPU বাজারে আসতে বেশ খানিকটা সময় লেগে যাবে। 2018 সালের শেষ দিকে এই চিপসেট বাণিজ্যিকভাবে তৈরী শুরু হবে। এর সাথেই Samsung জানিয়েছে নতুন এই চিপসেটে 7nm LPP আর 5nm LPE ব্যবহারের ফলে আলট্রা লো পাওয়ার CPU হবে এটি।
অন্যদিকে এক্সট্রিম আলট্রা ভায়োলেট (EUV) লাইটোগ্রাফি প্রসেস তৈরীর কাজ চলছে। 2019 সালের প্রথমার্ধে এই কাজ শেষ হয়ে যাবে। এই প্রসেসেস কাজ শেষ হলে তা একটি 5nm চিপসেট হবে। যা এই 7nm চিপসেটের থেকেও হালকা ও পাওয়ার এফিশিয়েন্ট হবে। ইতিমধ্যেই Samsung জানিয়েছে 2019 সালের প্রথমার্ধে EUV লাইটোগ্রাফি টেকনোলজির প্রসেস বাজারে আসবে।
Samsung-এর মার্কেটিং টিমের ভাইস প্রেসিডেন্ট রায়ান সাঁঝুন লি বলেন, “ARM এর সাথে হাত মিলিয়ে আমরা এই চিপসেত বানিয়েছি। বেশি শক্তির কম্পিউটিং ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের উন্নতির জন্য এই CPU দারুন কাজে লাগবে।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.