SM-A315F মডেল নম্বরে Galaxy A31 -এর স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে।
Samsung Galaxy A31 -এ MediaTek Helio P65 চিপসেটে থাকতে পারে
সম্প্রতি WiFi সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে Samsung Galaxy A31 -এর স্পেসিফিকেশন সামনে এসেছিল। এবার Geekbench সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এল। ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে Galaxy A সিরিজের Galaxy A51 ও A71। এছাড়াও এইউ সিরিজে লঞ্চ হবে Galaxy A11, Galaxy A21 ও Galaxy A31।
সম্প্রতি Geekbench ওয়েবসাইটে SM-A315F মডেল নম্বরে Galaxy A31 -এর স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকবে MediaTek MT6768V/CA চিপসেট। MediaTek Helio P65 চিপসেটে এই ফোন বাজারে আসতে পারে। সঙ্গে রয়েছে 4GB RAM।
চারটি রিয়ার ক্যামেরা, হোল-পাঞ্চ ডিসপ্লে সহ আসছে Samsung Galaxy A21
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
সম্প্রতি প্রকাশিত অন্য এক রিপোর্ট থেকে জানা গিয়েছিল Galaxy A31 -এ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকবে 16 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে একটি 5,000 mAh ব্যাটারি। 64GB ও 128GB স্টোরেজে এই ফোন নিয়ে আসতে পারে Samsung।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Activision Working on 'Next Era' of Call of Duty, Won't Do Back-to-Back Black Ops, Modern Warfare Releases
WhatsApp Prepares to Expand Ads on Status and Channels to More Users