শিঘ্রই বাজারে আসবে Galaxy A70s। এই ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
2019 সালের শুরুতে Galaxy A সিরিজ লঞ্চ করে বাজেট আর মিডরেঞ্জ বাজারে ঘুরে দাঁড়ানোর পরিয়া চেষ্টা চালিয়েছিল Samsung। ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে Galaxy A সিরিজের ফোনগুলি। গোটা বছর ধরেই নতুন সিরিজে একের পর এক স্মার্টফোন লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। বছরের শেষে Galaxy A সিরিজকে 400 কোটি মার্কিন ডলারের ব্র্যান্ড বানানোর লক্ষ্যমাত্রা রেখেছে Samsung। শিঘ্রই বাজারে আসবে এই সিরিজের পরবর্তী স্মার্টফোন Galaxy A70s। এই ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। বৃহস্পতিবার INAS এ প্রকাশিত রিপোর্টে এ এই খবর জানানো হয়েছে।
দুর্দান্ত ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ, ফেসবুক স্টোরিজে শেয়ার করা যাবে স্ট্যাটাস
দুটি ভারিয়েন্টে ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A70s। 30,000 টাকার আশেপাশে বিক্রি হবে এই স্মার্টফোন। এটাই কোম্পানির প্রথম 64মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। সম্প্রতি Xiaomi -র সাথে হাত মিলিয়ে 64 মেগাপিক্সেল মোবাইল সেন্সর লঞ্চ করেছে Samsung। ইতিমধ্যেই সেই সেন্সর ব্যবহার করে চিনে Redmi Note 8 Pro লঞ্চ করেছে Xaiomi। অক্টোবর মাসের মধ্যে ভারতে সেই ফোন লঞ্চ করবে Xiaomi। এছাড়াও Samsung এর 64 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করে ভারতে লঞ্চ হয়েছে Realme XT। একই পথে হেঁটে ভারতে 64 মেগাপিক্সেল লঞ্চ করতে চলেছে Samsung।
জলের দামে দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে আসছে Redmi 8A, ফাঁস হল ডিজাইন
গত সপ্তাহে Galaxy A সিরিজে ভারতে লঞ্চ হয়েছিল Galaxy A50s আর Galaxy A30s। Samsung Galaxy A50s এর দাম শুরু হচ্ছে 22,999 তাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM। অন্যদিকে 6GB RAM ভেরিয়েন্টে Galaxy A50s এর দাম 24,999 টাকা। অন্যদিকে Galaxy A30s এর দাম 16,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
পুজোর আগেই সস্তা হবে এই দুই জনপ্রিয় Xiaomi স্মার্টফোন
Galaxy A সিরিজের সাথেই 2019 সালের মিডরেঞ্জ সেগমেন্টে ভারতে কোম্পানিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে Galaxy M। সিরিজ। ভারতে শুধুমাত্র অনলাইনে পাওয়া যায় এই স্মার্টফোন। সম্প্রতি Galaxy M সিরিজেও লঞ্চ হয়েছে দুটি নতুন স্মার্টফোন। এই দুটি ফোন হল Galaxy M30s আর Galaxy M10s। 4GB RAM + 64GB স্টোরেজে Samsung Galaxy M30s এর দাম 13,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে Galaxy M30s কিনতে 16,999 টাকা খরচ হবে। Galaxy M10s ফোনের দাম 8,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Exynos 2600 Details Leak Ahead of Galaxy S26 Launch; Could Be Equipped With 10-Core CPU, AMD GPU
Vivo Y50e 5G, Vivo Y50s 5G Appear on Google Play Console; Mysterious Vivo Phone Listed on Certification Site