ভারতে লঞ্চ হল Samsung Galaxy J2 Core 2020। এই ফোনের ডিসপ্লের উপরে ও নীচে চওড়া বেজেল থাকবে। 2018 সালে বাজারে এসেছিল Galaxy J2 Core। যদিও 2019 সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি জানিয়েছিল Galaxy J সিরিজের পরিবর্তে Galaxy A সিরিজের ফোনগুলি বাজারে আসবে। Galaxy J2 Core লঞ্চের প্রায় দুই বছর পর পরে একই ডিজাইনে ভারতে এল Samsung Galaxy J2 Core 2020।
এই ফোনের দাম 6,299 টাকা। 1GB RAM + 16GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছে। কালো, নীল ও সোনালি রঙে পাওয়া যাবে Galaxy J2 Core 2020। লকডাউন শেষ হলেই ডেলিভারি শুরু হবে।
ডুয়াল সিম Samsung Galaxy J2 Core 2020-তে Android 8.1 Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 5 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে 1.4GHz কোয়াড-কোর প্রসেসর। সঙ্গে রয়েছে 1GB RAM ও 16GB স্টোরেজ। 2018 সালের মডেলে 8GB স্টোরেজ ব্যবহার হয়েছিল।
50X জুম সহ বাজারে এল Mi 10 Youth Edition 5G
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Samsung Galaxy J2 Core 2020-র পিছনে রয়েছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও রয়েছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 2,600 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে এই ফোনে 12 ঘণ্টা ভিডিও দেখা যাবে, মিলবে 22 ঘণ্টা টকটাইম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন