Samsung Galaxy M11 -এ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Samsung Galaxy M11 -এ হোল পাঞ্চ ডিসপ্লে থাকছে
প্রায় তিন মাসের বেশি সময় ধরে বিভিন্ন রিপোর্টে Samsung Galaxy M11 সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসছে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এই ফোনের ছবি ও সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফোনের ভিতরে থাকতে পারে 5,000 mAh ব্যাটারি।
সম্প্রতি ytechb.com ওয়েবসাইটে Galaxy M11 -এর ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। কালো, বেগুনি এবং আকাশের নীল রঙে এই ফোন পাওয়া যাবে।
Samsung Galaxy M11 -এ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকতে পারে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকতে পারে 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
Galaxy M11 -এর ভিতরে থাকবে Qualcomm Snapdragon 450 চিপসেট। সঙ্গে থাকছে Adreno 506 জিপিইউ, 3GB/4GB RAM, 32GB/64GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 512GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
হোল-পাঞ্চ ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা সহ আসছে Samsung Galaxy M51
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Galaxy M11 -এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। থাকছে USB Type-C পোর্ট, 3,5 মিমি অডিও জ্যাক, Bluetooth 4.2 ও 5,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oakley Meta Glasses With Meta AI Integration Now Available for Purchase in India: Price, Availability
Capcom Reportedly Working on New Dead Rising Game With Frank West as Protagonist