Samsung Galaxy Note 10 Lite ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হয়ে গেল। রিপোর্টে জানানো হয়েছে এই ফোনের ভিতরে থাকতে পারে Exynos 9810 চিপসেট।
Photo Credit: WinFuture
Samsung Galaxy Note 10 Lite ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে
শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy Note 10 Lite। গত কয়েক সপ্তাহে এই ফোন সম্পর্কে একের পর এক রিপোর্ট সামনে এসেছে। সম্প্রতি সামনে এসেছিল এই ফোনের ছবি ও সম্ভাব্য দাম। এবার Samsung Galaxy Note 10 Lite ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হয়ে গেল। রিপোর্টে জানানো হয়েছে এই ফোনের ভিতরে থাকতে পারে Exynos 9810 চিপসেট। Galaxy S9 সিরিজে এই চিপসেট ব্যবহার হয়েছিল। ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা। 10 জানুয়ারি ইউরোপে এই ফোন লঞ্চ করবে Samsung।
সম্প্রতি WinFuture ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে Samsung Galaxy Note 10 Lite ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এই ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি FHD+ HDR AMOLED ডিসপ্লে। Galaxy Note 10 Lite ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। ফোনের ভিতরে থাকবে Exynos 9810 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
Galaxy Note 10 Lite ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। থাকছে ডুয়াল পিক্সেল অটো-ফোকাস সিস্টেম। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল 2X টেলি-ফটো ক্যামেরা আর একটি 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। যদিও Galaxy Note 10 Lite ফোনে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে কি না জানা যায়নি।
Galaxy Note 10 Lite ফোনে থাকছে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G LTE, Bluetooth 5.0, NFC, ডুয়াল ব্যান্ড Wi-Fi ac (2.4 + 5.0 GHz), 3.5 মিমি অডিও জ্যাক, GPS, GLONASS, Beidu, Galileo, আর Wi-Fi Direct। নতুন ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
10 জানুয়ারি ইউরোপে লঞ্চ হবে Samsung Galaxy Note 10 Lite। লঞ্চের সময় এই ফোনের দাম হতে পারে 609 ইউরো (প্রায় 48,000 টাকা)। ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।
আরও পড়ুন:
Xiaomi কে ঘায়েল করতে বাজারে এল Samsung Galaxy A01
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26, Galaxy S26 Ultra to Be Slimmer and Lighter Than Their Predecessors, Tipster Claims
Apple's iOS 26.2 Beta 3 Rolled Out With AirDrop Upgrades, Liquid Glass Tweaks and More