2019 সালে প্রথম ফোল্ডেবল অ্যানড্রয়েড স্মার্টফোন লঞ্চ করেছিল Samung। Galaxy Fold লঞ্চ করে গোটা বিশ্বের স্মার্টফোন দুনিয়ায় আলোড়ন তুলেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে জানানো হয়েছিল 2019 সালে মোট 1 লক্ষ ফোল্ডেবল ফোন বিক্রি করেছে কোম্পানিটি। সেই দাবি খারিজ করে Samsung জানিয়েছে গত বছর প্রায় 4 লক্ষ Galaxy Fold বিক্রি হয়েছে।
Samsung প্রেসিডেন্ট কোহ ডং-জিন জানিয়েছেন “আমরা 4 থেকে 5 লক্ষ Galaxy Fold বিক্রি করেছি।”
চলতি সপ্তাহে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছিল 2019 সালে মোট 1 লক্ষ ফোল্ডেবল ফোন বিক্রি করেছে Samsung।
Samsung Galaxy Fold ফোনে দুটি ডিসপ্লে থাকছে এই ফোনের ভিতরের দিকে থাকছে একটি 7.3 ইঞ্চি ডাইনামিক ওলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটি ভাঁজ করা যাবে। ভাঁজ করার পরে ফোনের বাইরের দিকে থাকছে একটি 4.6 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI স্কিন চলবে। ফোনের ভিতরে থাকছে অক্টাকোর চিপসেট, 12GB RAM আর 512GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Samsung Galaxy Fold এ ছ'টা ক্যামেরা থাকছে। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে ডুয়াল পিক্সেল অটো-ফোকাস আর অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। আর থাকছে একটি 12 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা।
ভিতরের ডিসপ্লের উপরে থাকছে ১০ মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা। ফোনের বাইরের ডিসপ্লের উপরে থাকছে একটি 10 মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Galaxy Fold এ থাকছে 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC আর USB Type-C পোর্ট। Samsung Galaxy Fold এ থাকছে 4,380 mAh ব্যাটারি। এই ফোনে থাকছে ওয়্যারলেস চার্জিং আর রিভার্স চার্জ সাপোর্ট। ভাঁজ করা থাকলে Galaxy Fold এর আয়তন 62.8x160.9x17.1 মিমি। ভাঁজ খুললে এই ফোনের আয়তন 117.9x160.9x7.6 মিমি। Samsung Galaxy Fold এর ওজন 276 গ্রাম।
Samsung Galaxy Fold এর দাম 1,64,999 টাকা। 12GB RAM + 512GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
আরও পড়ুন:
নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে! যুগান্তকারী ফিচার নিয়ে এল Jio
ডুয়াল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Realme C2s: দাম ও স্পেসিফিকেশন
শীঘ্রই ভারতে আসছে Samsung Galaxy A71 ও Galaxy A51; সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন