Tecno Spark Go 5G গত আগস্টে লঞ্চ হয়েছিল। ফোনটির স্লিম এবং লাইটওয়েট ডিজাইন নজর কেড়েছিল।
                Photo Credit: Tecno
Tecno Spark Go 5G Now Available in Bikaner Red Color
Tecno Spark Go 5G গত আগস্টে ভারতে লঞ্চ হয়েছিল। ফোনটির অন্যতম আকর্ষণ ছিল স্লিম এবং লাইটওয়েট ডিজাইন। এছাড়াও, পাওয়ারফুল 6,000mAh ব্যাটারি এবং 5G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাপোর্ট 10,000 টাকা বাজেটের মধ্যে একে অন্যতম সেরা স্মার্টফোনে পরিণত করেছে। কোম্পানি এবার Spark Go 5G মডেলটিকে একটি নতুন উজ্জ্বল রঙে লঞ্চ করেছে, যার নাম 'বিকানির রেড'। উল্লেখ্য, এটি লঞ্চ হওয়ার সময় স্কাই ব্লু, ইঙ্ক ব্ল্যাক, ও টার্কুইজ গ্রীন রঙের বিকল্পে উপলব্ধ ছিল। নতুন লুকে Tecno Spark Go 5G অন্যান্য কালার স্কিমের মতো 9,999 টাকায় বিক্রি হবে।
টেকনো স্পার্ক গো 5G এখন লাল আভাযুক্ত বিকানির রেড রঙে পাওয়া যাবে। এটি ফোনটিকে একদম সতেজ লুক দিয়েছে। নতুন রঙ যোগ হওয়া ছাড়া, ফোনটির ফিচার্স এবং হার্ডওয়্যার একই আছে। জানিয়ে রাখি, বিকানির সংস্কৃতিক ঐতিহ্য ও বিভিন্ন স্থাপত্যের জন্য বিখ্যাত। রাজস্থানের এই শহর পর্যটকদের কাছে অন্যতম পছন্দের স্থান।
টেকনোর এই ফোন 6.74 ইঞ্চি পাঞ্চ হোল স্ক্রিনের সঙ্গে এসেছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 700 নিট ব্রাইটনেস HD+ রেজোলিউশন (720x1,600 পিক্সেল), এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। স্মার্টফোনটি 7.99 মিমি স্লিম ও ওজন 194 গ্রাম। পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 18W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি।
Tecno Spark Go 5G এর পিছনে ডুয়াল LED ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। হ্যান্ডসেটটি 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Dimensity 6400 প্রসেসর দ্বারা চালিত। এতে গ্রাফিক্সের জন্য ARM Mali G57 MC2 GPU রয়েছে।
ফোনটি 4 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। মাইক্রোএসডি কার্ড স্লট সাপোর্টও মিলবে।ডিভাইসটিতে কোম্পানির নিজস্ব Ella AI অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যা বাংলা, হিন্দি, মারাঠি, সহ একাধিক স্থানীয় ভারতীয় ভাষা সাপোর্ট করে। এছাড়াও, এতে এআই কল অ্যাসিস্ট্যান্ট ও এআই অটো এন্সার সহ বেশ কিছু কৃৃৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বৈশিষ্ট্য বর্তমান।
স্মার্টফোনটি Wi-Fi বা ইন্টারনেট ছাড়াই ইউজারকে কল করার সুবিধা দেবে। তবে ফিচারটি শুধু টেকনোর দুইটি ফোনের মধ্যে কাজ করবে এবং উভয় ফোনকে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকতে হবে। প্রতিবেদন লেখার সময় বিকানির রেড কালার অপশনটি ফ্লিপকার্টে আউট অব স্টক দেখাচ্ছিল। আবার কবে উপলব্ধ হবে, তা জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন