Vivo X200 Ultra-হ্যান্ডসেটটিতে 120fps তে 4K রেজোলিউশন সমৃদ্ধ ভিডিও করা যেতে পারে
Photo Credit: Vivo
Vivo মে মাসে চীনে Vivo X100 Ultra লঞ্চ করেছিল
ডিসেম্বর মাসের শুরুতে Vivo X200-সিরিজটি ভারতে লঞ্চ করা হয়েছে। Vivo আবার তাদের নতুন স্মার্টফোন Vivo X200 Ultra লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে লক্ষ্য করা গিয়েছে।
তবে কোম্পানি এখনও পর্যন্ত Vivo X100 Ultra-র উত্তরসূরী সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি, কিন্তু ইতিমধ্যেই এটির ক্যামেরার বিবরণ সম্পর্কে কিছু তথ্য ফাঁস হয়ে গিয়েছে। বলা হয়েছে যে, Vivo X200 Ultra-হ্যান্ডসেটটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে, যেখানে একটি 200-মেগাপিক্সেলের সেন্সর থাকছে ও ক্যামেরাটি 120fps-এর (ফ্রেম পার সেকেন্ড) সমর্থনে 4K রেজোলিউশন সমৃদ্ধ ভিডিও করতে সক্ষম হবে।
চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবী করেছে যে, Vivo X200 Ultra-ফোনটিতে একটি 50-মেগাপিক্সেলের প্রধান সেন্সর, একটি 50 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং একটি 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। প্রধান ক্যামেরাটিতে একটি ওয়াইড-লেন্স থাকতে পারে এবং দ্বিতীয় ক্যামেরাটিতে একটি আলট্রা-ওয়াইড লেন্স যুক্ত করা হতে পারে। অন্যদিকে 200 মেগাপিক্সেলের যে পেরিস্কোপ ক্যামেরা থাকবে সেটিতে স্যামসাং-এর ISOCELL HP9 সেন্সরও ব্যবহার করা হতে পারে।
বলা হয়েছে যে, Vivo X200 Ultra-হ্যান্ডসেটটি সমস্ত ক্যামেরার মাধ্যমে 120fps-দ্বারা 4K ভিডিও রেকর্ড করতে পারবে। এটির প্রধান ক্যামেরাটি একটি বড় অ্যাপারচার এবং অ্যান্টি শেকিং বৈশিষ্ট্য দ্বারা সজ্জিত হতে পারে। ফোনটিতে সম্ভবত কোম্পানির নিজস্ব তৈরি নতুন জেনারেশনের ইমেজিং চিপ যুক্ত করা হবে।
Vivo X100 Ultra-হ্যান্ডসেটটিতে Zeiss-দ্বারা নির্মিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। যারমধ্যে একটি 1ইঞ্চির 50-মেগাপিক্সেলের Sony LYT-900 সেন্সর, একটি 50-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি 200-মেগাপিক্সেলের APO সুপার টেলিফোটো ISOCELL HP9 সেন্সর থাকছে। এটিতে 4K মুভি ও পোট্রেট ভিডিও শুট করার জন্য একটি ব্লুপ্রিন্ট ইমেজিং চিপ V3+ চিপ যুক্ত করা হয়েছে।
সম্প্রতি Vivo ভারতের বাজারে Vivo X200-সিরিজটি লঞ্চ করেছে, যেটিতে Zeiss-দ্বারা নির্মিত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে। Vivo X200 Pro-তে OIS সমর্থিত একটি 50-মেগাপিক্সেলের Sony LYT-818 সেন্সর, অটোফোকাস সমৃদ্ধ একটি 50-মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং OIS সমর্থিত এবং 3.7x অপটিক্যাল জুম সমৃদ্ধ একটি 200 মেগাপিক্সেলের টেলিফোটো ISOCELL HP9 সেন্সর আছে। এটি একটি V3+ ইমেজিং চিপ দ্বারা সজ্জিত হয়ে আছে।
অন্যদিকে ভ্যানিলা Vivo X200-টিতে OIS সমর্থিত একটি 50 মেগাপিক্সেলের Sony IMX921 1/1.56 ইঞ্চির সেন্সর, একটি 50-মেগাপিক্সেলের JN1 সেন্সর এবং 3x অপটিক্যাল জুম সমৃদ্ধ একটি 50-মেগাপিক্সেলের Sony IMX882 টেলিফোটো সেন্সর আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Be Dune Teen OTT Release: When, Where to Watch the Marathi Comedy Drama Series
Four More Shots Please Season 4 OTT Release: Where to Watch the Final Chapter of the Web Series
Nari Nari Naduma Murari OTT Release: Know Where to Watch the Telugu Comedy Entertainer
Engineers Turn Lobster Shells Into Robot Parts That Lift, Grip and Swim