নতুন স্মার্টফোন লঞ্চ করল Vivo। সোমবার লঞ্চ হয়েছে নতুন Vivo U3। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন লঞ্চ হয়েছে। Vivo U3 ফোনে রয়েছে Snapdragon 675 চিপসেট, ট্রিপল ক্যামেরা আর 5,000 mAh ব্যাটারি। বিশাল ব্যাটারি জলদি চার্জ করার জন্য থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। Vivo U3 ফোনে থাকছে বিশেষ গেমিং মোড আর কোম্পানির নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট।
15,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Redmi Note 8 Pro? পড়ুন রিভিউ
আপাতত শুধুমাত্র চিনে Vivo U3 পাওয়া যাবে। 4GB RAM + 64GB স্টোরেজে Vivo U3 এর দাম 9,999 ইউয়ান (প্রায় 10,000 টাকা)। 6GB RAM + 64GB স্টোরেজে Vivo U3 এর দাম 1,199 ইউয়ান (প্রায় 12,000 টাকা)। সাফায়ার ব্লু, আগাতে ব্ল্যাক আর অনিওন ব্লু রঙে পাওয়া যাবে এই ফোন। চিনে ইতিমধ্যেই Vivo U3 প্রি-অর্ডার শুরু হয়েছে।
ফোল্ডেবেল স্মার্টফোন দুনিয়ায় নতুন চমক! নভেম্বরে আসছে Motorola Razr
Vivo U3 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 9 স্কিন চলবে। এই ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। Vivo U3 ফোনের ভিতরে থাকবে Snapdragon 675 চিপসেট। সাথে থাকবে 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
Vivo U3 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা
Vivo U3 ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে FuntouchOS 9.1 স্কিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন