2018 সালে লঞ্চ হওয়া Vivo Nex ফোনে ছিল পপ-আপ সেলফি ক্যামেরা। এরপরে আর কোন ফোনে এই ধরনের ডিজাইন দেখা যায়নি। নতুন Vivo V15 Pro ফোনে আবার পপ-আপ সেলফি ক্যামেরা ডিজাইন ব্যবহার করতে চলেছে চীনের কোম্পানিটি। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে Vivo V11 Pro ফোনের উত্তরসূরী Vivo V15 Pro ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা সাথেই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা গিয়েছে। প্রসঙ্গত 2018 সালে লঞ্চ হওয়া Vivo V11 Pro ফোনে ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল। এছাড়াও ডিসপ্লের উপরে লঞ্চের মধ্যে ছিল সেলফি ক্যামেরা। 2018 সালের সেপ্টেম্বর মাসে ভারতে এসেছিল এই স্মার্ট ফোন।
আরও পড়ুন: দুর্দান্ত ক্যামেরা নিয়ে ভারতে এল Vivo Y91, দাম ও স্পেসিফিকেশান দেখে নিন
সম্প্রতি টুইটারে নতুন Vivo V15 Pro ফোনের কেসের একটি ছবি প্রকাশিত হয়েছে। ট্রিপল ক্যামেরা সেটআপ এর উপরে একটি কাট আউট ডিজাইন দেখা গিয়েছে। সেখানেই ফোনের পপ-আপ সেলফি ক্যামেরা টি থাকবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও Vivo V15 Pro ফোনে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক।
আরও পড়ুন: 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y89
ছবিতে ফোনের পিছনের দিকের কাট আউট দেখে মনে হচ্ছে এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করবে Vivo। রিপোর্ট সত্যি হলে এই প্রথম কোম্পানির কোন ফোনের পিছনে তিনটি রিয়ার ক্যামেরা দেখা যাবে।গত বছর লঞ্চ হওয়া Vivo V11 Pro ফোনে ছিল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।
আরও পড়ুন: নতুন ভেরিয়েন্টে Vivo Y93 ফোনে আগের থেকে কম দামে পাওয়া যাচ্ছে বেশি স্টোরেজ
প্রকাশিত ছবিতে Vivo V15 Proফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর জন্য কোন কাট আউট দেখা যায়নি। অর্থাৎ Vivo V11 Pro ফোনের মতোই এই ফোনেও ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করবে চীন এর কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন