Vivo X200T is equipped with a Zeiss-tuned triple rear camera unit
Vivo X200T মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Zeiss ক্যামেরার সাথে এসেছে। হাই-পারফরম্যান্সের জন্য MediaTek Dimensity 9400+ প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি। নয়া ফোনে সাত বছর সফটওয়্যার আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। Vivo X200T মডেলের মুখ্য আকর্ষণ হল ক্যামেরা। এছাড়াও, বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 4,500 বর্গ মিমি লিকুইড কুলিং ভ্যাপার চেম্বার সিস্টেম, ভার্চুয়াল গ্রাফিক্স কার্ড, বাইপাস চার্জিং, 4K 60fps ভিডিও রেকর্ডিং, মাল্টি-ফোকাল HD পোট্রেট, নেটফ্লিক্স HDR, eSIM সাপোর্ট, IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং-সহ আরও অনেক কিছু। চলুন নতুন ফোনের দাম ও খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
ভিভো এক্স200টি Zeiss অপটিক্স যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিটের সাথে এসেছে। এতে f/1.57 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX921), 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স (Samsung JN1), এবং 50 মেগাপিক্সেল Zeiss সুপার টেলিফটো ক্যামেরা (Sony IMX882) আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
ভিভোর নতুন ফোনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (2,800 x 1,260 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 5,000 নিট পিক ব্রাইটনেস, ও 460 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এই ফোনে তৃতীয় প্রজন্মের সিলিকন অ্যানোড প্রযুক্তির 6,200mAh ব্যাটারি রয়েছে। এর সাথে 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ও 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।
Vivo X200T ফোনে Android 16 নির্ভর OrginOS 6 প্রি-ইনস্টল করা আছে। সংস্থা পাঁচটি মেজর সিস্টেম আপগ্রেড (Android 21 পর্যন্ত) দেবে। আবার সাত বছর সিকিউরিটি প্যাচ আপডেট পাওয়া যাবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9400+ প্রসেসরে চলবে। এটি 12 জিবি LPDDR5x Ultra র্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটের ওজন 203 গ্রাম (ব্ল্যাক) পুরুত্ব 7.9 মিমি।
Vivo X200T ভারতে দুইটি স্টোরেজ অপশনে এসেছে। বেস 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে 59,999 টাকা। অন্য দিকে, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 69,999 টাকা। লঞ্চ অফারের অধীনে Axis ও HDFC ব্যাঙ্কের কার্ডে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
এছাড়াও, 5,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলবে৷ ভিভো এক বছর ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টি ও 18 মাস নো-কস্ট EMI অফার করছে৷ Vivo X200T ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, ফ্লিপকার্ট, অন্যান্য অফলাইন রিটেল স্টোরে ফেব্রুয়ারি 3 থেকে পাওয়া যাবে। এটি সিসাইড লিলিয়াক ও স্টেলার ব্ল্যাক কালার অশপনে উপলব্ধ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.