Vivo X200T ভারতে লঞ্চের আগের দিনই দাম এবং অফার ফাঁস হয়েছে। কোম্পানি 5,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট (ক্রেডিট বা ডেবিট কার্ড) এলং কুপন ছাড় হিসেবে অতিরিক্ত 2,000 টাকা অফার দিতে পারে বলে জানা গিয়েছে। সমস্ত অফার অর্ন্তভুক্ত করে দাম 52,999 টাকায় নেমে আসতে পারে।
ফ্লিপকার্টে তৈরি করা মাইক্রোসাইট থেকে Vivo X200T এর ক্যামেরা মডিউলের ছবি সামনে এসেছে। এটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে লঞ্চ হবে। পিছনের সমস্ত ক্যামেরা 50 মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা। ক্যামেরা ডেকোর ভিতরে Zeiss ব্র্যান্ডিং দেখা যাচ্ছে। সংস্থা শীঘ্রই লঞ্চের তারিখ ঘোষণা করবে বলে আশা করা যায়।
Vivo X200T ডিজাইনের ক্ষেত্রে Vivo X200 FE মডেলের মতো হতে পারে, যা গত বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল। অন্য দিকে, স্পেসিফিকেশনের দিক থেকে চীনে বিক্রিত Vivo X200s-এর সঙ্গে সাদৃশ্য বজায় রাখবে। এক কথায়, ফ্ল্যাগশিপ স্তরের পারফরম্যান্স এবং ফিচার্স পাওয়া যাবে।
Vivo X200T ফ্রেম ইন্টারপোলেশন ও ভার্চুয়াল গ্রাফিক্স কার্ড প্রযুক্তি নিয়ে আসতে পারে। এটি গেম খেলার সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে গেমের দৃশ্যকে আরও মসৃণ করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। ফোনটির ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করার কথা জানা গিয়েছে।