কয়েকদিন আগেই কোম্পানির ওয়েবসাইটে দেখা গিয়েছিল। এবার চিনে লঞ্চ হল Vivo X23। Vivo X23 ডিসপ্লের উপরে রয়েছে ওয়াটার ড্রপ নচ, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থ্রি ডি গ্লাস বডি কোম্পানির নিজস্ব অ্যাসিস্ট্যান্ট Jovi AI আর ফেস আনলক। 6.41 ইঞ্চি ডিসপ্লের এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 670 চিপসেট 8GB RAM আর 3400 mAh ব্যাটারি। তবে এই ফোন ভারতে কবে লঞ্চ হবে তা জানায়নি Vivo।
চিনে Vivo X23 এর দাম 3498 ইউয়ান (প্রায় 36,700 টাকা)। একাধিক কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এই ফোন। 14 mসেপ্টেম্বর চিনে Vivo X23 বিক্রি শুরু হবে।
ডুয়াল সিম Vivo X23 তে চলবে Android 8.1 Oreo। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব অপারেটিং সিস্টেম Funtouch OS 4.5। Vivo X23 তে রয়েছে Full HD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 670 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ।
ছতি তোলার জন্য Snapdragon 670 এর পিছনে থাকবে 12MP+13MP রিয়ার ক্যামেরা। ফোনের সামনে সেলফী তোলার জন্য একটি 12MP ক্যামেরা থাকবে।
কানেক্টিভিটির জন্য Vivo X23 তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth 4.0 (সাথে aptX), GPS, GLONASS আর OTG। ফোনের ভিতরে থাকবে একটি 3400 mAh ব্যাটারি। Vivo X23 এর ওজন 160.5 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন