Vivo X300 সিরিজ চীনের পর ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে।
Photo Credit: Vivo
Vivo X300 সিরিজে Zeiss-এর 3.5x টেলিফটো কনভার্টার যুক্ত করা যাবে
Vivo X300 সিরিজ চীনে লঞ্চ হওয়ার এক মাস পেরিয়ে গেছে। ফ্ল্যাগশিপ লাইনআপটি এবার ভারতের বাজারে আসতে চলেছে। সংস্থা লঞ্চের তারিখ এখনও ঘোষণা না করলেও, শীঘ্রই আগমনের ইঙ্গিত পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী, Vivo X300 ও Vivo X300 Pro যথাক্রমে V2514 এবং V2515 মডেল নম্বর সহ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS ওয়েবসাইটে হাজির হয়েছে। জানিয়ে রাখি, দু'টি ফোনেই MediaTek-এর নতুন Dimensity 9500 প্রসেসর রয়েছে। Vivo X300 সিরিজে Zeiss-এর ইমেজিং সিস্টেম, 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, IP68 ধুলো ও জলরোধী রেটিং, এবং NFC আছে।
Vivo X300 এর চাইনিজ ভ্যারিয়েন্ট 6.31 ইঞ্চি ফ্ল্যাট LTPO OLED ডিসপ্লের সঙ্গে এসেছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,800 x 1,216 পিক্সেল), HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, ইন-স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনটি 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 1 টিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসর ব্যবহার হয়েছে। ফোনটিতে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সহ 6,040mAh ব্যাটারি আছে।
ভিভো এক্স300 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। সেটআপটি 200 মেগাপিক্সেল Samsung HPB মেইন ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল Samsung JN1 আলট্রাওয়াইড লেন্স, ও একটি 50 মেগাপিক্সেল Sony LYT-602 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। সফটওয়্যারের দিক থেকে, Android 16-ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টলড আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন