Vivo X200s launched in April, 2025
Photo Credit: Vivo
Vivo ভারতে 2026 সালের শুরুতেই একাধিক নতুন স্মার্টফোন আনার পরিকল্পনা করছে, যার মধ্যে রয়েছে Vivo V70 Series, Vivo X200T, ও Vivo X300 FE। এদের মধ্যে এখন Vivo X300 FE এবং Vivo X200T ব্যুরো অফ ইন্ডিয়ার স্ট্যান্ডার্ডস-এর (BIS) ছাড়পত্র পেয়েছে। ফলে আশা করা হচ্ছে যে ফোন দু'টি শীঘ্রই দেশের বাজারে লঞ্চ হবে। Vivo X300 FE ফোনটিতে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি থাকতে পারে। অন্য দিকে, Vivo X200T মডেলে তিনটি 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তি পাওয়া যেতে পারে।
BIS কর্তৃপক্ষ V2537 ও V2561 মডেল নম্বরের দুইটি ফোনকে অনুমোদন দিয়েছে। সম্প্রতি Vivo X300 FE এবং X200T একই মডেল নম্বরের সঙ্গে Bluetooth SIG সার্টিফিকেশন ডেটাবেসে দেখা গিয়েছে। এর ফলে আসন্ন ফোনদ্বয়ের অফিসিয়াল নাম নিশ্চিত করা যাচ্ছে। ফোন দু'টি জানুয়ারি থেকে মার্চের মধ্যে ভারতে আসতে পারে।
ভিভো এক্স300 এফই চীনে লঞ্চ হওয়া ভিভো এস50 প্রো মিনি-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। দাবি সত্যি হলে, ফোনটিতে 6.31 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, এবং 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। এতে 90W ওয়্যার্ড চার্জিং এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 6,500mAh ব্যাটারি থাকবে।
এই ফোনের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। ফোনটি Snpdragon 8 Gen 5 প্রসেসরে রান করবে। দাম প্রায় 60,000 টাকার আশেপাশে হতে পারে। অন্য দিকে, Vivo X200T ভারতে 55,000 টাকায় লঞ্চ হতে পারে। ফোনগুলি অনলাইন এক্সক্লুসিভ হিসেবে আসতে পারে। অর্থাৎ শুধু অনলাইনে বিক্রি হতে পারে।
ভিভো এক্স200টি মডেলটি ভিভো এক্স200এস-এর রিব্র্যান্ডেড সংস্করণ হওয়ার সম্ভাবনা, যা 2025 সালের এপ্রিলে চীনে লঞ্চ হয়েছিল। এতে MediaTek Dimensity 9400+ প্রসেসর ব্যবহার হয়েছে। এটি তিন ন্যানোমিটার প্রসেসে নির্মিত ও পিক ক্লক স্পিড 3.73 গিগাহার্টজ। সামনে 120 হার্টজ রিফ্রেশ রেট ও Ultra HDR ইমেজ সাপোর্ট-যুক্ত 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে।
ডিভাইসের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.0 অ্যাপারচার এবং 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। এতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,200mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.